বসিরহাটে থানা ঘেরাও বসিরহাট টাউন কংগ্রেসের। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন ইটিন্ডা রোডে মিছিল করে এসে থানার সামনে জমায়েত করে তারা থানা ঘেরাও করে।মূলত তাদের দাবি, যেভাবে রাজ্যজুড়ে আইন ভেঙে পড়েছে, পুলিশ শাসকদলের দাসে পরিণত হয়েছে। একের পর এক কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের একের পর এক জিনিসের মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল সহ বিভিন্ন জিনিসপত্র, তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি। জেলা সভাপতি অমিত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও হয়েছে সেখানে। সাধারণ সম্পাদক কাদের সরদার সহ বিশিষ্ট নেতারা এদিন বসিরাট ভোট ঘাট থেকে ইতিন্ডা রোড হয়ে থানা ঘেরাও করে।