শিলাবতী নদীর বাঁধ ভেঙে আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকয়। আতঙ্কে একাধিক গ্রামের মানুষ। বাঁধ ভাঙার ফলে প্লাবিত হওয়া সম্ভাবনা তৈরি হয়েছে দাশনগর থানা এলাকার একাধিক গ্রামে। অভিযোগ, রাজনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীর খাল লাগোয়া হাইতপাড়া এলাকায় শিলাবতি নদীর বাঁধে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল ভেঙেই মঙ্গলবার প্লাবিত হল একাধিক গ্রাম। হোসেনপুর, সামাট, রাজনগর- সহ একাধিক এলাকায় জল ঢুকতে শুরু করেছে।
নদীর জল গ্রামে ঢুকতে শুরু করায় বিস্তীর্ণ এলাকায় সবজি চাষের ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। প্রশাসনের তরফে দ্রুত বাঁধ মেরামতির চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।