নরেন্দ্র মোদীর স্বপ্ন সাকার করল টিটাগড়, জলে ভাসল 'সাগর অন্বেষিকা', দেখুন ভিডিও

মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি ভেসেল ভাসল জলে। ভেসেলটির নাম সাগর অন্বেষিকা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এটি তৈরি করেছে টিটাগড় ওয়াগন্স। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজিতে পাঠানো হবে এটি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প 'মেক ইন ইন্ডিয়া' আর তাকে মাথায় রেখেই উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে 'টিটাগড় ওয়াগন্স' কারখানায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে একটি ভেসেল। শনিবার ভেসেলটিকে গঙ্গায় ভাসানো হয়।

কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি-র জন্য এই ভেসেলটি তৈরি করা হয়েছে। নাম 'সাগর অন্বেষিকা'। এর আগেও এই সংস্থার পক্ষ থেকে 'সাগর তারা' নামে আরও একটি ভেসেল তৈরি করে জলে ভাসানো হয়েছিল। এই ভেসেলদুটি নির্মাণ করতে সরকারে পক্ষ থেকে ৯৯ কোটি ৬০ লক্ষ টাকার বরাত পেয়েছিল টিটাগড় ওয়াগন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির পুরনো দুটি জাহাজকে বদল করে এই দুটি জাহাজকে কাজে লাগানো হবে। মূলত সমুদ্র উপকূলে গবেষণার কাজ করবে ভেসেলদুটি।

এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ভেসেলটির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন রিয়ার অ্য়াডমিরাল ও গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর বিপিন কুমার সাক্সেনা-র স্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের প্রকল্প আধিকারিক বিকে ঠাকুর, টিটাগর ওয়াগন্সের কার্যনির্বাহী চেয়ারম্যান জগদিশ প্রসাদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজির অধিকর্তা ডক্টর এমএ আত্মানন্দ।

 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা