বাঁকুড়ায় রেড ভলান্টিয়ারের পোশাক পরে বাম প্রার্থীর প্রচার

আগামী ২৭ তারিখে রয়েছে ১০৮ কেন্দ্রে পুর নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রচার। রেড ভলান্টিয়ারের পোশাক পরে বাম প্রার্থীর প্রচার। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়াররা মানুষের পাশে দাঁড়িয়েছিল। রেড ভলান্টিয়ারের পোশাক পরেই এদিন চলল বাম প্রার্থীর প্রচার।
 

আগামী ২৭ তারিখে রয়েছে ১০৮ কেন্দ্রে পুর নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রচার। রেড ভলান্টিয়ারের পোশাক পরে বাম প্রার্থীর প্রচার। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়াররা মানুষের পাশে দাঁড়িয়েছিল। রেড ভলান্টিয়ারের পোশাক পরেই এদিন চলল বাম প্রার্থীর প্রচার। করোনা পরিস্থিতিতে সারা রাজ্যে রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে বামেরা। বাঁকুড়া জেলাতেও করোনা মোকাবিলায় বামেদের যুব সম্প্রদায় ঝাপিয়ে পড়েছিল রেড ভলেন্টিয়ার হিসেবে। সেই রেড ভলেন্টিয়ার সেজে মানুষের কাছে ভোট প্রচারে পৌঁছে গেলেন বাঁকুড়া পুরসভার ১৫ নং ওয়ার্ডের সিপি আই এম প্রার্থী গনেশ মালাকার। বুধবার সকালে বাঁকুড়া মেডিক্যাল কলেজ সংলগ্ন বস্তী এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জোরদার প্রচার সারলেন তিনি। করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার হিসেবে যেভাবে মানুষের পাশে পৌছে গিয়েছেন তারা। ঠিক সেভাবেই ওয়ার্ডবাসীর পাশে থাকার বার্তাও দিতে দেখা গেল প্রার্থীকে। এদিন দলীয় কর্মীদের নিয়ে ১৫ নং ওয়ার্ডের বস্তি এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিলি করে ভোট দেওয়ার আবেদন করলেন সিপি আই এম প্রার্থী। 

03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে03:14১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের04:31'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর01:59গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার05:22‘মমতা দুই দিন পর বিএসএফ-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী