অসন্তোষ কাটিয়ে জিপের মাথায় চেপে ভোটের প্রচারে মদন মিত্র

জিপের মাথায় চেপে ভোটের প্রচারে মদন মিত্র। কামারহাটি পৌরসভার নির্বাচনের আগে শুরু হয়েছে প্রচার। কামারহাটিতে প্রচারেই দেখা গেল এমন ছবি। অসন্তোষ কাটিয়ে শনিবার থেকেই সেখানে শুরু হয়েছে প্রচার।

প্রার্থী তালিকাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা গিয়েছিল তৃণমূল কর্মীদের মধ্যে। অসন্তোষ কাটিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রচার। জিপের মাথায় চেপে ভোটের প্রচারে মদন মিত্র। কামারহাটি পৌরসভার নির্বাচনের আগে শুরু হয়েছে প্রচার। কামারহাটিতে প্রচারেই দেখা গেল এমন ছবি। অসন্তোষ কাটিয়ে শনিবার থেকেই সেখানে শুরু হয়েছে প্রচার। কামারহাটি পুরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছিল কামারহাটিতে পরে দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে অসন্তোষ কাটিয়ে তুলতে সক্ষম হন কামারহাটির ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারপরেই আজ বিধায়ক মদন মিত্র উদ্যোগে কামারহাটি মোড় থেকে সুসজ্জিত বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো শোভাযাত্রাটি কামারহাটি পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত পরিক্রমা করে শোভাযাত্রা শেষে বিধায়ক মদন মিত্র সাংবাদিকদের জানান কামারহাটি পুরসভার ৩৫ টি আসনের মধ্যে ৩৫ টি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তারই সূচনা হল শনিবার।  

02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে03:14১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের04:31'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর01:59গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার05:22‘মমতা দুই দিন পর বিএসএফ-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী07:43মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার খুনে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
Read more