জোর কদমে চলছে এখন আসন্ত পুরনির্বাচনের প্রচার। জেলায় জেলায় জোর কদমে চলছে প্রচার। সোমবার বিজেপির হয়ে প্রচারে দেখা গেল সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের সাংসদ তাঁর নিজের ওয়ার্ডে প্রচার করলেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি সেখানে প্রচার করেন। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আসন্ন বালুরঘাট পুরসভার নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁর নিজ ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচার করলেন। মূলত বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন এবং দলীয় প্রার্থীকে ভোটে জেতানোর জন্য বলেন বিজেপি রাজ্য সভাপতি। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। পুরনো ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন। পায়ে হাওয়াই চটি অ্যাডভান্স অ্যাপেলের আইফোন নিয়ে ঘুরলদ মুখ্যমন্ত্রী পুরনো ইভিএমে ভোট করান। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে সরব হন। রাজ্যে আইন শৃঙ্খলার কোন কিছুই নেই। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় পরিবার সরকারি চাকরি প্রত্যাখ্যান করার বিষয় নিয়ে মুখোমুখি হন সুকান্ত। রাজ্যে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূল বিধায়ক সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন তা নিয়েও সরব সুকান্ত। এটা নতুন কিছু নয়। দিনহাটার বিধায়কের এমন মন্তব্যে বমি পায় মন্তব্য সুকান্ত। কল্যাণ ব্যানার্জি আইপ্যাককে দালাল বলেছে, সেই সুকান্ত বলেন ওটা তৃণমূলের অন্তঃকলহ। আর কিছুদিন গায়ে ফোঁড়া হয়ে গ্যাঙরিন দেখা দেবে। কলকাতার বিভিন্ন হাসপাতালে দালালরাজ চলছে, তা না হলে তৃণমূল পার্টির নেতা কর্মীকে ধরেই ভর্তি হতে হবে। বিনা পয়সায় ওষধ দেয়ার কথা থাকলেও বেশিরভাগ হাসপাতালে ওষুধ পাওয়া যায় না। কুনালের সঙ্গে সুকান্ত ও দীলিপের ছবি নিয়ে তথাগতর পোস্ট, সে নিয়ে বলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কে আমন্ত্রিত কে আমন্ত্রিত নয় তা বলা মুশকিল। প্রকাশ্যে অর্জুন সিংয়ে ইভিএম ভেঙে দেওয়ার কথা প্রসঙ্গে বক্তব্য সুকান্তের।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST