পুজোর মধ্যেও বিদায় নিচ্ছে না বর্ষা। পুজোর কয়েকদিন বৃষ্টিও হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে একই সঙ্গে হাওয়া অফিসের আশ্বাস, বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত ভাবে এবং অল্প সময়ের জন্য। ফলে ঠাকুর দেখতে খুব বেশি সমস্যা হবে না আমজনতার। পুজোর কয়েকদিন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও এই মুহূর্তে নেই। পঞ্চমী পর্যন্ত বৃষ্টির সেভাবে সমস্যা নেই। তার পরে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দু' এক পশলা বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য। যদিও সেই বৃষ্টি দিনের বেলাতেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে নবমী এবং দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস।