প্রেমিকের সঙ্গে ঝগড়া। আর তার জেরে মোটরবাইকে আগুন ধরিয়ে দিলেন ক্ষুব্ধ প্রেমিকা। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে গেল প্রেমিকের বাইক। বুধবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিল্প শহর হলদিয়ায়। দমকল এসে পরে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে ছাই হয়ে যায় মোটরবাইকটি। ততক্ষণে অবশ্য এলাকা ছেড়ে চলে গিয়েছে ওই যুগল।
এ দিন সকালে ঘটনাটি ঘটে হলদিয়া মেরিন কলেজের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে দুই যুবক- যুবতীর মধ্যে রাস্তার উপরেই তীব্র বচসা শুরু হয়। ওই দু' জন পূর্ব পরিচিত বলেই দাবি স্থানীয়দের। কিছুক্ষণ কথা কাটাকাটির পরই উত্তেজিত হয়ে ওই যুবতী যুবকের বাইকে আগুন লাগিয়ে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাস্তার উপরেই পুড়তে থাকে মোটরবাইকটি। এর পরেই এলাকা ছাড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারাই হলদিয়া থানা এবং দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই যুগলের সম্পর্কে খোঁজ চালাচ্ছে পুলিশ।