নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এবার দেওয়াল লিখনে দেখা গেল প্রার্থীর নাম। বিধানসভা ভোটের প্রার্থী ঘোষনার আগেই পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে তৃণমূলের বর্তমান বিধায়ক সুকুমার দে -র নামে দেখা গেল দেওয়াল লিখন। বিধয়ক অবশ্য জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির।