পাঁঠার জন্মদিনে মুরগির ঝোল পাত পেড়ে খেল ১৫০ জন, জন্মদিন বাড়ি দেখুন ছবিতে

মুরগির ঝোল দিয়ে জন্মদিন উদযাপন হল পাঁঠার। তাও আবার যেসে পাঁঠা নয়! একদম বলি প্রদত্ত পাঁঠা।

 

Saborni Mitra | Published : Jan 3, 2025 6:38 PM
110
পাঁঠার জন্মদিন

শুনতে আবাক লাগলেও ঘটনাটি ঘটেছে। সেই ঘটনা ঘটেছে আমাদেরই রাজ্যে। শীতের রাতে জমিয়ে পালন করা হল পাঁঠার জন্মদিন।

210
কেক কেটে জন্মদিন পালন

জন্মদিন মানেই তো কেক! পাঁঠার জন্মদিন উপলক্ষ্যেও এলে সুস্বাদু কেক। মালিকের কোলে চড়ে দিব্য কেক কেটে জন্মদিনের উৎসবে মালত পাঁঠা।

310
পাঁঠার নাম

পাঁঠা বলে কী নাম থাকতে পারেন না! অবশ্যই আছে। এই পাঁঠার নাম রাজা।

410
পাঠার মালিক

পাঁঠার মালিক নাম বাবলু ওঁরাও। বাড়ি হুগলির চুঁচুড়া বুনোকালিতলা বালিপুকুর এলাকায়।

510
পাঁঠা পাওয়া

বাবলুর বন্ধু প্রসেনজিৎ জানিয়েছেন, গত বছর ২ রা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা ছাগল বন্ধু বাবলু ওঁরাও এর বাড়িতে চলে আসে। সেই থেকে সেখানেই থাকে।

610
এক বছর পার

দেখতে দেখতে বাবলুর বাড়ি পাঁঠা এক বছর কাটিয়ে দেয়। পরিবারের পোষ্যর মতই হয়ে গেছে। পরিবারের সকলেরই প্রিয় পাঁঠা। তাই বন্ধুদের অনুরোধ ফেরাতে পারেনি বাবলু। পালন করেন জন্মদিন।

710
ধুমধাম করে জন্মদিন

মধাম করেই জন্মদিন পালন করা হয়। প্রায় দেড়শো জন মানুষ পাতপেড়ে খান

810
খাওয়া দাওয়া

মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি ,পাঁপড় মিষ্টি।

910
বন্ধুদের কথায়...

বাবলুর সন্তান নেই। তাই পাঁঠাটি ওপর বড় প্রিয়। নাম রেখেছে রাজ। তাই আনন্দের সঙ্গেই জন্মদিন পালন করে।

1010
ভূতের বাবার শ্রদ্ধ

অনেকেই তো কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। তাই বন্ধুদের কথায় তারা পাঁঠার জন্মদিন পালন করছে। আর সমালোচকরা বলছে,কথায় বলে পয়সা থকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos