বাবলুর বন্ধু প্রসেনজিৎ জানিয়েছেন, গত বছর ২ রা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা ছাগল বন্ধু বাবলু ওঁরাও এর বাড়িতে চলে আসে। সেই থেকে সেখানেই থাকে।
এক বছর পার
দেখতে দেখতে বাবলুর বাড়ি পাঁঠা এক বছর কাটিয়ে দেয়। পরিবারের পোষ্যর মতই হয়ে গেছে। পরিবারের সকলেরই প্রিয় পাঁঠা। তাই বন্ধুদের অনুরোধ ফেরাতে পারেনি বাবলু। পালন করেন জন্মদিন।
ধুমধাম করে জন্মদিন
মধাম করেই জন্মদিন পালন করা হয়। প্রায় দেড়শো জন মানুষ পাতপেড়ে খান
বাবলুর সন্তান নেই। তাই পাঁঠাটি ওপর বড় প্রিয়। নাম রেখেছে রাজ। তাই আনন্দের সঙ্গেই জন্মদিন পালন করে।
ভূতের বাবার শ্রদ্ধ
অনেকেই তো কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। তাই বন্ধুদের কথায় তারা পাঁঠার জন্মদিন পালন করছে। আর সমালোচকরা বলছে,কথায় বলে পয়সা থকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়