এদিনও জামিন মেলেনি মীনাক্ষী সহ ১৬ জনের। ফের চলতি মাসের ৭ তারিখ অবধি তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় হাওড়ার সিজেএম আদালত। যা নিয়েও বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক ময়দানে। বর্তমানে এই ইস্যুতে তোপ দাগলেন আব্দুল মান্নান
আ্রনিস খান হত্যা মামলায় কিছুতেই কমছে না রাজনৈতিক চাপানউতর। এদিকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এদিকে আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে প্রথম থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনে সামিল বাম ছাত্র-যুবরা। আর সেই আন্দোলন ও সংগ্রামকে ভয় পেয়েছে। রাজ্য সরকার প্রতিবাদী কণ্ঠ শুনতে চাইছেন না আজ হাওড়া কোর্টে এসে এমনটাই দাবি করেন রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আজও জামিন মিলল না মীনাক্ষী সহ ১৬ জনের। ফের চলতি মাসের ৭ তারিখ অবধি তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় হাওড়ার সিজেএম আদালত। যা নিয়েও বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক ময়দানে।
হাওড়ার পাঁচলায় অফিস ঘেরাও অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন যুব আন্দোলনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সে সময় তাঁর বিরুদ্ধে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে। তাতে মীনাক্ষী সহ ১৬ জনকে আরও চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসের ২৬ তারিখে আনিসকাণ্ডে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে হামলার ঘটনায় জামিন পেলেন না ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার এই ইস্যুতেই তোপ দাগতে দেখা গেল কংগ্রেস নেতা আব্দুল মান্নানকে। রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দেগে তিনি বলেন, “প্রতিবাদী কণ্ঠস্বর শুনলেই সে সরকারের বিষ নজরে পড়ছে। বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে মিথ্যে মামলা চাপিয়ে হেনস্থা করছে রাজ্য সরকার।”
আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা
এদিকে এই মামলায় এদিন অভিযুক্তদের ফের হাওড়া আদালতে তোলা হয়। আনিসকাণ্ডে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে হামলার ঘটনায় জামিন পেলেন না বামপন্থী যুব সংগঠনের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ছাত্র নেতা আনিস খানের রহস্যমৃত্যুতে বিচারের দাবিতে শনিবার হাওড়ার পাঁচলায় গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম ছাত্রনেতা ও কর্মীরা। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা,পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে আক্রমনের একাধিক অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল। অভিযুক্তদের পক্ষে গতবারের আইনজীবী মিহির বন্দ্যোপাধ্যায় সিবিআইকে দিয়ে এই মামলার তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা পুলিশ সুপারের অধীনে কোন তদন্তে আস্থা রাখতে পারছেন না। আগামী ৭ ই মার্চ অভিযুক্তদের ফের হাওড়া আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। জামিন না মিললেও আগামীতে তাদের লড়াই জারি থাকবে বলে এদিনও সাফ জানিয়েছেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।