পথ শিশুদের প্রতিভাকে সামনে আনতে চান উচ্চমাধ্যমিকের টপার, অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছে অদিশার

উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে এবার অদিশা দেবশর্মা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী হলেন অদিশা দেবশর্মা। স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ায় গর্বিত তার স্কুল। সকাল থেকেই সাংবাদিকের প্রশ্ন এবং ক্যামেরার সামনে এসে যথেষ্টই সাবলীল। আনন্দে একের পর এক মিষ্টি বড়রা অদিশার মুখে তুলে দিচ্ছেন। তবে প্রাণখোলা হাসি নিয়েই সে সংবাদ মাধ্যমকে মনের অনেক কথা।

উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে এবার অদিশা দেবশর্মা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী হলেন অদিশা দেবশর্মা। স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ায় গর্বিত তার স্কুল। সকাল থেকেই সাংবাদিকের প্রশ্ন এবং ক্যামেরার সামনে এসে যথেষ্টই সাবলীল। আনন্দে একের পর এক মিষ্টি বড়রা অদিশার মুখে তুলে দিচ্ছেন। তবে প্রাণখোলা হাসি নিয়েই সে সংবাদ মাধ্যমকে মনের অনেক কথা।

পথ শিশুদের প্রতিভাকে সামনে আনা, মায়ের জন্য মন খারাপ

Latest Videos

 সংবাদ মাধ্যমকে অদিশা দেবশর্মা জানালেন, তাঁর অঙ্ক ভালো লাগে খুব। ইচ্ছে আছে অঙ্ক কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার। তার আরও একটি ইচ্ছে রয়েছে। সেটি হল, নিজের পায়ে দাঁড়িয়ে পথ শিশুদের প্রতিভাকে সামনে আনা।  তবে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে ভূলে যাননি মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানাতে। অকপটে ক্যামেরার সামনেই বললেন, সেকথা। এবং তিনি এত আনন্দের মাঝেই বিষাদের সুরে বলেন  যে, তাঁর মা দুরারোগ্য ব্যাথিতে আক্রান্ত, যার স্থায়ী চিকিৎসা এখনও বের হয়নি। তিনি আবারও বলে তার পড়াশোনার পিছনে মা-বাবার ভূমিকা অনেক। পাশাপাশি এদিন তিনি আগামীদের জন্য বলেন, 'পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যদি তাঁদের কোনও পছন্দের বিষয় থাকে, সেটা ক্যারি অন করতে হবে' বলে পরামর্শ দিলেন অদিশা। 

 আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ, জেলায় জয়জয়কার

আরও পড়ুন, কলেজে ভর্তি হতে সমস্যা হবে কি ? কবে হাতে আসবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট

অদিশার পর কারা আছেন প্রথম দশে ?

শুক্রবার রাজ্যে নির্ধারিত সময় মেনেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছরে প্রথম স্থান অধিকার করেছে দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী হলেন অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানে রয়েছেন সায়দীপ সামন্ত এবং তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় স্থানে রয়েছেন চারজন, প্রাপ্ত নম্বর ৮৯৬। চতুর্থ স্থানে মোট আটজন এবং তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে ১১জন এবং প্রাপ্ত নম্বর ৪৯৪। ষষ্ঠ স্থানে ৩২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৩। সপ্তম স্থানে ৩৭ জন এবং প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম স্থানে ৫৫জনের প্রাপ্ত নম্বর হল ৪৯১। নবম স্থানে রয়েছেন রাজ্যের ৫৪জন এবং তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। তবে দশম স্থানও কম অবাক করেনি। একসঙ্গে ৬৯ জন এবার দশম স্থানে রয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯। এবার মাধ্যমিকের ছায়া উচ্চ মাধ্যমিকেও। এবারেও সেই জেলাতেই জয়জয়কার। চলতিবছরে উচ্চমাধ্যমিকে  পাশের হার ৮৮.৪৪  শতাংশ  বলে জানিয়েছে পর্ষদ। ৯০ শতাংশের উপরে নাম্বার পেয়েছে ৭ জেলা। এবারে প্রথম দিকে সেই জেলাগুলির মধ্য়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। 

 আরও পড়ুন, WB Higher Secondary Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, চলতি বছরে পাশের হার ৮৮.৪৪ শতাংশ  

 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও