করোনা আবহেই গণেশ পুজোর প্রস্তুতি, জন্মাষ্টমীতে খুঁটিপুজো করলেন উদ্যোক্তারা

  • করোনা আবহে গণেশ পুজোর প্রস্তুতি 
  • জন্মাষ্টমীতে খুঁটিপুজোর আয়োজন খনি এলাকায়
  • দশদিন নয়, এবার পুজো চলবে দু'দিন
  • গণেশ পুজোর থিম কোভিড-১৯
     

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: করোনা আতঙ্ক বাড়ছে উত্তরোত্তর। এরইমাঝে আবার শুরু হয়ে গেল গণেশ পুজোর প্রস্তুতি! মঙ্গলবার, জন্মাষ্টমীর পূণ্যলগ্নে পুরুলিয়ার খনি অঞ্চলে খুঁটি পুজো সেরে নিলেন উদ্যোক্তারা। তবে দশদিন নয়, এবার পুজো দু'দিনের। শুধু তাই নয়, দর্শনার্থীদের জন্য বাড়িতে বসেই পুজো দেখারও ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: করোনা রোধে এবার লকডাউন ভূটানেও, সীমান্ত বাণিজ্য় বন্ধ উত্তরবঙ্গে

Latest Videos

স্রেফ পুরুলিয়াতেই নয়, গত কয়েক বছর গণেশপুজোর চল বেড়েছে রাজ্যের সর্বত্রই। জেলার নেতুড়িয়া থানার পারবেলিয়া এলাকায় অন্যতম বিগ বাজেটের পুজো সরস্বতী ক্লাবের গণেশ পুজো। দক্ষিণবঙ্গের আর কোথাও এত ধুমধাম করে গণেশ পুজো হয় না বললেই চলে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান কিংবা বীরভূম মতো পড়শি, এমনকী ঝাড়খণ্ড থেকেও পুজো দেখতে আসেন বহু মানুষ। দশদিন রীতিমতো উৎসব চলে এলাকায়। করোনা আবহে এবার আর কিছুই হবে না। নমো নমো করে কোনওমতে স্রেফ গণেশ পুজোটুকু করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। সরস্বতী ক্লাবের সভাপতি তথা নেতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শান্তিভূষণ যাদব জানিয়েছেন, 'গত বছর আমাদের পুজো বাজেট ছিল পনেরো লক্ষ টাকা। করোনাভাইরাস কারণে এবার বাজেট কমিয়ে খুব সাধারণভাবে পুজো করা হবে।' 

আরও পড়ুন: ফেসবুকে করোনা রোগীর কাতর আর্জি, খবর নিতে হাসপাতালে ছুটলেন লক্ষ্মী

বছর বাইশ আগে যখন ইসিএস-এর খনি এলাকায় জনা কয়েক যুবক গণেশ পুজো শুরু করেন, তখন তল্লাটে থিমের পুজো চল ছিল না বললেই চলে। দুর্গাপুজোর সময়ে দামোদর পেরিয়ে ঠাকুর দেখতে যেতে হয় আসানসোল কিংবা দুর্গাপুরে। মুম্বাই-এর কায়দাতেই খনি এলাকায় শুরু হয় গণেশ পুজো। ধীরে ধীরে সেই পুজো বিগ বাজেটের পুজো পরিণত হয়।  করোনা আতঙ্কে এবার ছোট করে পুজো করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। দশদিনের বদলের পুজো হবে মাত্র দু'দিন। থাকবে না বাড়তি কোনও আড়ম্বর। থিম, কোভিড-১৯

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today