‘তৃণমূল-সিপিএমের বোঝাপড়া আগে থেকেই ছিল। বামেদের বিরুদ্ধে একাধিক কমিশন করেছিল তৃণমূল। কোন কমিশনের আজও কোন রিপোর্ট হয়নি। নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল তাদের পদোন্নতি হয়েছে।’
'তৃণমূল-সিপিএমের বোঝাপড়া আগে থেকেই ছিল। বামেদের বিরুদ্ধে একাধিক কমিশন করেছিল তৃণমূল। কোন কমিশনের আজও কোন রিপোর্ট হয়নি। নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল তাদের পদোন্নতি হয়েছে। সিপিএম আমলেও চিরকুটে লিখে চাকরি হয়েছে। তৃণমূল-সিপিএমের বোঝাপড়া এখন ভেঙে গেছে। তাই বাম আমলের চাকরির তদন্ত করবেন বলছেন মমতা। বাম আমলে শিক্ষা মন্ত্রীর চাকরি হয়েছিল। এখন তদন্ত করলে ঝুলি থেকে বিড়াল বেরোতে পারে।' মন্তব্য সুকান্ত মজুমদারের।