কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে কলকাতা হাইকোর্টে গেল ইডি

Published : Sep 14, 2023, 12:02 PM ISTUpdated : Sep 14, 2023, 12:28 PM IST
High Court

সংক্ষিপ্ত

ইডির অভিযোগ কলকাতা পুলিশ এই ইস্যুতে বারবার তাদের হয়রানি করছে। জেনারেল ডাইরির ভিত্তিতে তাদের আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ ED। কলকাতা পুলিশের বিরুদ্ধে লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ED আধিকারিকের ডাউনলোড করা ১৬ ফাইলের বিষয়টি নিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আবেদনপত্র দাখিল করার অনুমতি দিয়েছে আদালত। আজই শুনানি হবে এই আবেদনের।

এদিকে, ইডির অভিযোগ কলকাতা পুলিশ এই ইস্যুতে বারবার তাদের হয়রানি করছে। জেনারেল ডাইরির ভিত্তিতে তাদের আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিভিন্ন প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে ইডি যে এই ১৬ টি ফাইল তদন্তের কোথাও ব্যবহার করবে না তারা। কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি। তার পরেও এই হয়রানি কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি।

এর আগে বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসবাদ করা হয়। অভিষেক জানিয়ে দেন তাঁকে ৯ থেকে সাড়ে ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। আগেও একাধিকবার তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত ছিলেন। কিন্তু তদন্তকারীরা যদি তাঁকে ৪৮ ঘণ্টা ধরে জেরা করে তাহলেও তাঁর শিরদাঁড়া শক্ত থাকবে। তিনি নিজের শিরদাঁড়া বিক্রি করবেন না বলেও জানিয়েছেন। এদিন অভিষেক নাম না করে সরাসরি নিশানা করেন বিজেপি নেতা শুভেন্দুকে। তিনি বলেন যাঁরা ক্যামেরার সামনে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জেরা করা হচ্ছে বলে ইডি সূত্রের। এর আগেও একাধিকবার তৃণমূল নেতাকে জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁকে জেরা করেছে সিবিআই। তবে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম জেরা করা হচ্ছে অভিষেককে। ইডির নোটিশের কারণে এদিন দিল্লিতে সমম্বয় কমিটির বৈঠকে যেতে পারেননি অভিষেক। তাই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।

যদিও এদিন অভিষেক হাজিরা দেওয়ার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয়। অভিষের আইনজীবী অভিষেক মনু সিংভি রক্ষকবচের আর্জি জানান। পাল্টা ইডি-র আইনজীবী জানিয়ে দেন, এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর।

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের