আরজি কর-এর প্রতিবাদে সিনিয়র চিকিৎসকদের গণ পদত্যাগ নিয়ে নবান্নের কড়া বার্তা। পদত্যাগ করার নিয়ম আছে। স্বতন্ত্রভাবে পদত্যাগ করতে হবে। তাই গণ পদত্যাগ বৈধ নয়। প্রশাসনের পক্ষ থেকে ইস্তফা গ্রহণ না করলে পদত্যাগ বৈধ নয় তাই চিকিৎসকদের কাজ চালিয়ে যেতে হবে। আরজি করের সিনিয়র চিকিৎসকদের গণ পদত্যাগের বিষয়ে মঙ্গলবার বিকেলে এই কথা জানিয়েছে রাজ্য প্রশাসন।
গত সপ্তাহে দশ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সমাবেশে সিনিয়র চিকিৎসকরাও যোগ দেন শনিবার। এরপর আন্দোলন আরও তীব্রতর হয়। তবে দুর্গাপুজোয় যখন ভিড় বাড়ছে, তখন চিকিৎসকদের আন্দোলনের জেরে আইনশৃঙ্খলার সমস্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন
এদিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, চিকিৎসকরা পদত্যাগ করলে ভবিষ্যতে কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবায় যোগ দিতে পারবেন না। এছাড়া সংশ্লিষ্ট চিকিৎসকরা আর বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন না। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের অনশন ও গণপদত্যাগের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
দশ দফা দাবিতে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। সেই জুনিয়র ডাক্তারদের সমর্থন ও সহানুভূতিতে মঙ্গলবার RG Kar-এর ৫০ জন সিনিয়র ডাক্তার গণ পদত্যাগ করেছেন। আরজি কর-এর দেখানো পথেই এখন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। বুধবারের মধ্যে সব দাবি না মানা হলে পদত্যাগ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সিনিয়রদের দাবি, অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য নিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। কারণ তারা ধর্মঘট তুলে চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু রাজ্য প্রশাসনের কাছে এখনও তাদের দাবির কোনও আশ্রয় নেই।