ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা, ব্যানার খোলার পাশাপাশি লোডশেডিং রুখতেও পদক্ষেপ

রাস্তার দুপাশে গাছ চাঁটা, দুর্বল শাখা কেটে ফেলতে বলা হয়েছে। উদ্যান বিভাগ, নিকাশি বিভাগ এবং জঞ্জাল অপসারণ বিভাগকে সক্রিয় থাকতে বলা হয়েছে। বিশেষকরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে পৌর কর্তৃপক্ষ।

 

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় কড়া পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। আগাম সতর্কতা অবলম্বন করে কলকাতা পৌর সংস্থা জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মুকাবিলায় ব্যাপক পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য আগামী কাল ২৩ অক্টোবরের আগে অগ্রাধিকারমূলক কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। অস্থায়ী বাঁশ কাঠামো, হোর্ডিং , ব্যানার এবং নানা ধরনের সাজ্জা ভেঙে ফেলা বা অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। রাস্তাঘাট, ফুটপাথ এবং নিকাশি ব্যবস্থা কে পরিষ্কার রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক দের।

এছাড়া রাস্তার দুপাশে গাছ চাঁটা, দুর্বল শাখা কেটে ফেলতে বলা হয়েছে। উদ্যান বিভাগ, নিকাশি বিভাগ এবং জঞ্জাল অপসারণ বিভাগকে সক্রিয় থাকতে বলা হয়েছে। বিশেষকরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে পৌর কর্তৃপক্ষ। অতিরিক্ত পদক্ষেপ অনুযায়ী কলকাতা সংলগ্ন নিচু অঞ্চলে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। গঙ্গার ধারে অবস্থিত অঞ্চল গুলিতে জরুরি আশ্রয়ের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। দুর্যোগ কবলিত মানুষের জন্য খাদ্য, জল এবং চিকিৎসা পরিষেবা মজুদ রাখতে বলা হয়েছে নির্দেশিকায়।

Latest Videos

বিশেষকরে ঘূর্ণিঝড় কে কেন্দ্র করে পাওয়ার ব্যাকআপ এবং যোগাযোগ ব্যবস্থার উপরে জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় কে ঘিরে মাইকিং করে জনসচেতনতামূলক প্রচারের উপরে জোর দিতে বলা হয়েছে পৌর সংস্থার পক্ষ থেকে। কলকাতাবাসীদের জন্য বেশ কয়েকটি নাগরিক দায়িত্ব পালন করার জন্য আবেদন করা হল। নাগরিকদের পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান করা হল। নিরাপদ আশ্রয়ে আশ্রিত থাকার পাশাপাশি জিনিসপত্র নিজের দায়িত্বে রাখতে বলা হয়েছে। বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত মাধ্যমে দুর্যোগ পরিস্থিতি অবগত থাকতে আবেদন করেছে কলকাতা পৌর সংস্থা।

প্রয়োজনে উচ্ছেদ বা সাময়িক অপসারণের নির্দেশাবলী অনুসরণ করার আবেদন নাগরিক দের উদ্দেশে করা হল। কলকাতা পৌর সভার পক্ষ থেকে জরুরি ব্যবস্থাপনা পরিচালন করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কে সতর্ক থাকতে বলা হল। দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ফলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে মোতায়েন করা হবে। এছাড়া ও স্টেট ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করে রাখা হয়েছে। কলকাতা পৌর সংস্থার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খুলা থাকছে। কোনো বিপদের আশঙ্কা থাকলে না কিছু ঘটলে কলকাতা পৌর সংস্থার সাইক্লোন হেল্পলাইন নম্বর বা ১১২ নম্বর ডায়াল করে জরুরি পরিষেবার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। সাধারণ মানুষের কাছে আবেদন করা হল যে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো, সামাজিক মিডিয়া এবং সরকারি নির্দেশিকা উপরে নজর রেখে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবের আশঙ্কা থেকে অবগত থাকতে আবেদন জানিয়েছে কলকাতা পৌর সংস্থা।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন