ছুটির দিনে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা শহর, ভিড় সামলাতে রবিবার অতিরিক্ত মেট্রো চলবে কলকাতায়, জানুন সময়সূচি

Published : Jan 01, 2023, 09:33 AM IST
Kolkata Metro

সংক্ষিপ্ত

শহরমুখী এই ভিড়ের কথা মাথায় রেখেই রবিবারও স্বাভাবিক ছন্দে মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। এই দিনই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেও মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে শহরবাসী। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, ময়দান-সহ শহরের বিভিন্ন স্থানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। একে এক জানুয়ারি, তার উপর রবিবার। ছুটির দিনে উৎসবের আমেজে মজেছে বাঙালি। ফলত স্বাভাবিক ভাবেই আজ রাস্তায় ভিড়ের চাপও বেশি থাকবে। শহরমুখী এই ভিড়ের কথা মাথায় রেখেই রবিবারও স্বাভাবিক ছন্দে মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। এই দিনই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেও মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার সারাদিনে মোট ১৩০টি মেট্রো চলে। ১ জানুয়ারি উপলক্ষে এই সংখ্যা বাড়িয়ে করা ১৮৮ করা হয়েছে। সময়সূচিতেও বেশ খানিকটা বদল দেখা দিয়েছে। সাধারণত রবিবার দিনের প্রথম মেট্রো থাকে সকাল ৯টায়। আজকের জন্য তা এগিয়ে সকাল ৬টা ৫০ মিনিট করা হয়েছে। আজ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রো ছেড়েছে ভোর ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছেড়েছে ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৭ টায়। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছেড়েছে সকাল ৬টা ৫০ মিনিটে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য বিশেষ পরিবর্তন আসেনি।

সাধারণত গ্রিন লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে রবিবার কোনও মেট্রো পরিষেবা মেলেনা। তবে ১ জানুয়ারি উপলক্ষে এই লাইনেও রবিবার ৪৪টি মেট্রো চালানো হবে। ৩০ মিনিট অন্তর মিলবে পরিষেবা। শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। ওই দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বর্ষবরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা শহরে। বর্ষশেষের রাতে কোনও রকমের অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করছে প্রশাসন। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বড়দিনের মত বর্ষশেষেও নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সময় পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, শেক্সপিয়র সরণীর মতো জায়গাগুলিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এদিন রাস্তায় প্রায় তিন হাজার পুলিশ মোতায়ন করা হবে। পার্ক স্ট্রিট শেক্সপীয়র সরণী এলাকায় মোট ১১টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এই টাওয়ার গুলির মাধ্যমে গোটা এলাকার উপর বিশেষভাবে নজরদারি চালানো হবে। পার্ক স্ট্রিট অঞ্চলকে মোট ছয়টি সেক্টরে ভাগ করা হবে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি। নিরাপত্তার খাতিরে শহরের নানা প্রান্তে মোট ৯৭টিব পয়েন্টে নাকা চেকিং চালানো হবে। বিশেষ নজরদারি চালানো হবে গির্জা ও দ্রষ্টব্য স্থানগুলির আশেপাশে।

আরও পড়ুন - 

বছরের প্রথম দিনেই শিরশিরে ঠান্ডায় ঘুম ভাঙল শহরবাসীর, কিন্তু এখনও অধরা জাঁকিয়ে শীত, নতুন বছরে হাওয়া বদল হবে?

নতুন বছরের প্রথম দিনে নেই বাড়তি লোকাল ট্রেন বা বাস, ভিড় সামলাতে অন্যপথে মেট্রো

‘বন্দে ভারত এক্সপ্রেস’ নিয়ে অশান্ত শান্তিনিকেতন, গোটা বোলপুর স্টেশন চত্বরে ব্যাপক ধুন্ধুমার

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি