নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা ও কলকাতা-সংলগ্ন এলাকায় তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ চলাচল করতে পারবে না।
অস্ত্র বা হাতিয়ার নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শহ ও শহরতলির জন্য একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোন কোন জাতীয় অস্ত্র নিয়ে এবার কলকাতায় প্রবেশ করা যাবে না। ১ সেপ্টেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ৬ মাস এই নির্দেশিকা কার্যকর হবে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়াতেই এজাতীয় পদক্ষেপ করা হয়েছে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।
অগাস্ট মাস শেষ হওয়ার আগেই শনিবার একটি নির্দেশিকা জারি করেছে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা ও কলকাতা-সংলগ্ন এলাকায় তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ চলাচল করতে পারবে না। তেমন হলে আইন মেনেই ব্যবস্থা নেবে পুলিশ। এমনিতেই প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা বেআইনি। কেউ রাস্তায় এভাবে ঘুরতে পারেন না। যদিও ভারতীয় আইন অনুযায়ী অস্ত্র নিয়ে প্রকাশ্যে বা রাস্তায় ঘোরাফেরা করা যায় না। অস্ত্র নিয়ে চলাফেরা করা সম্পূর্ণ বেআইনি। কিন্তু তারপেরও কেন কলকাতা পুলিশ এজাতীয় নির্দেশিকা জারি করেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা পুলিশ সূত্রের খবর, আরজি কর আবহে কলকাতা -সহ শহরতলিতে বিক্ষোভ, অবস্থান,ধর্না, মিছিলের কর্মসূচি চলছে। কোথাও কোথাও লাঠি বাংশ হাতে কর্মসূচিতে যোগ দিচ্ছে মামুষ। তাতে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করছে অনেকে। রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এজাতীয় পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। তেমনই দাবি ওয়াকিবহাল মহলের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।