আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে নিম্ন আদালতে দোষী সব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে এবার হাইকোর্টে সিবিআই।
হাইকোর্টে সিবিআই
নিম্ন আদালতের পর এবার কলকাতা হাইকোর্টে সিবিআই। সঞ্জয়ের ফাঁসির দাবি নিয়ে আবেদন জানিয়েছে সিবিআই।
শুনানির দিনক্ষণ
শুক্রবার আবেদনের পরই কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই মামলার শুনানির দিনক্ষণ। কোন বেঞ্চে হবে শুনানি তাও জানিয়েছে আদালত।
কবে শুনানি
উচ্চ আদালত জানিয়েছে সিবিআই-এর মামলার শুনানি হবে আগামী সোমবার।
বেঞ্চ
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি।
দুইবার হাইকোর্টে সিবিআই
সঞ্জয়ের ফাঁসির দাবিতে রীতিমত তৎপর সিবিআই। প্রথমে বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল। শুক্রবার নতুন করে আবারও সেই একই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় সংস্থার। তারপর এদিন আবারও আবাদলতের দ্বারস্থ হয়। এই মামলার আবেদনের শুনানি সোমবার হবে বলে জানিয়েছে আদালত।
রাজ্য সরকারও আদালতে
আরজি করে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে রাজ্য সরকারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।
শিয়ালদহ আদালতের নির্দেশ
বিচারক অনির্বাণ দাস শাস্তি ঘোষণা করতে গিয়ে জানিয়েছিলেন, এটি বিরলের মধ্যে বিরলতম বলে তিনি মনে করছেন না। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) তিনটি ধারাতেই সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। তাই তাঁকে আমৃত্যু কারাবাস করতে হবে।
সিবিআই-এর চার্জশিট
আরজি কর হত্যাকাণ্ডে সিবিআইকে আরও চার্জশিট পেশ করতে নির্দেশ দিয়েছে সিবিআই। কারণ প্রমাণ লোপাটের অভিযোগে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছিল। কিন্তু প্রমাণ দিতে না পারায় তারা জামিন পেয়ে যায়। তাই আরজি কর মামলার আরও তদন্তের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।