রাজ্যের এই জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে চলেছে শীতের দাপট?

Published : Jan 17, 2023, 07:40 PM IST
Winter Rain Kolkata

সংক্ষিপ্ত

উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরো দুদিন চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি বলেই মনে করছে হাওয়া অফিস।

রাজ্যের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় শুধু হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা তে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুরের মধ্যে উপকূলের অংশেই এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মূলত মেঘলা থাকবে।

★উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরো দুদিন চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি বলেই মনে করছে হাওয়া অফিস। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

★রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ৪৮ ঘন্টায়। সামান্য পরিবর্তন হলেও খুব একটা তাপমাত্রা কমবে না।

★বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। উল্টোদিকে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব ও থাকছে। এই কারণে পশ্চিমের দিকে জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, জানা গিয়েছে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আগামী সপ্তাহে নেই। মাঘের প্রথম সপ্তাহ উষ্ণই কাটবে। শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। উত্তুরে হাওয়া আটকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে । আপাতত এই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম।

১ জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এর আগে রয়েছে ২০১৫ সালে। উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে আর কোনও শীতের স্পেল অধরাই থেকে যাবে এই মরশুমে। তবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ থেকে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ১৯৫৯ সালের পর থেকে এ পর্যন্ত ডিসেম্বরের ১৪ জানুয়ারি তারিখ হিসেবে ধরলে এত তাপমাত্রা আর আগে ওঠেনি। সর্বনিম্ন তাপমাত্রায় এটা গত ৫৪ বছরে রেকর্ড।

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?