মার্চের শেষেও মুখভার আকাশের, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও, দেখে নিন আজ কেমন থাকবে আবহাওয়া

Published : Mar 30, 2023, 07:17 AM IST
Image of Kolkata Morning weather

সংক্ষিপ্ত

চলতি সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে। আগামী ৩ এপ্রিল থেকে রৌদ্রজ্বল আকাশ দেখবে শহরবাসী।

লক্ষ্মীবারেও মেঘলা আকাশ শহর জুড়ে। মার্চের শেষে লাগাতার বৃষ্টির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি দুই বঙ্গে। পাশাপাশি বাড়ছে তাপমাত্রাও। মার্চ মাসের শেষেই শহরের তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনেও পারদ পতনের বিশেষ সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমলেও নিস্তার নেই ভ্যাপসা গরম থেকে। আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে। এপ্রিলের শুরুতেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও কাঠফাটা গরমে নাজেহাল হবে শহরবাসী। চলতি সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে। আগামী ৩ এপ্রিল থেকে রৌদ্রজ্বল আকাশ দেখবে শহরবাসী।

বৃহস্পতিবার, ৩০ মার্চও আংশিক মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনাও। আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রাও। এবছর মার্চ মাসেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে শহরের তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটতে পারে। আগামী বেশ কিছুদিন একই থাকবে শহরের আবহাওয়া।

বুধবার থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টি জারি থাকলেও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হালকা বিরতি ছিল। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ২৯ মার্চ, বুধবার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সঙ্গে জারি ছিল বজ্রপাত। তবে, এই বৃষ্টি এখনই পুরোপুরি অব্যাহতি দিচ্ছে না। চলতি সপ্তাহেও দক্ষিণের বহু জেলায় ব্ষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আজ এবং আগামিকাল বৃষ্টি থেকে সাময়িক বিরতি মিললেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির পরিমাণ খুব সামান্য হলেও তার সঙ্গে বজায় থাকবে বজ্রপাতের আশঙ্কা।

আরও পড়ুন - 

বৃষ্টিভেজা আবহাওয়ায় রাতের তাপমাত্রায় পতন, বঙ্গে বর্ষণ কমবে কবে?

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, কবিগুরুকে স্মরণ করলেন তিনি

কোন টাকায় ২২ লাখি গাড়ি এল সিপিএম-এর হোলটাইমারের? কুণালের প্রশ্নের কড়া জবাব দিল শতরূপ

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে