রাত বাড়তেই আরও কমল তাপমাত্রা, শহরে ক্রমশ বাড়ছে উত্তুরে হাওয়ার প্রভাব

২০১২ সালের পরে এই প্রথম অক্টোবর মাসের শেষে তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে। ২০১২-এ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে।

সপ্তাহ শেষে কাঁপছে শহর কলকাতা। বিগত ১০ বছরের রেকর্ড পারদ পতনের সাক্ষী থাকল তিলত্তমা। শনিবার সকাল থেকেই শিরশিরে শীত বঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। ক্রমশ বাড়ছে উত্তুরে হাওয়ার প্রভাব। ২০১২ সালের পরে এই প্রথম অক্টোবর মাসের শেষে তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে। ২০১২-এ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে।

সপ্তাহ শেষে উত্তুরে হাওয়ার দাপট বঙ্গে। শনিবার সকাল থেকেই শিরশিরে ঠান্ডা। জাঁকিয়ে শীত না পড়লেও হেমন্তের হিমেল পরশে রীতিমত ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গতকাল রাতেই তাপমাত্রার পারদ নেমেছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। উল্লেখ্য, গত দশ বছরে অক্টোবর মাসের মধ্যে তাপমাত্রার এহেন পতন দেখা যায়নি।

Latest Videos

শুধু দক্ষিণবঙ্গই নয় শীতের আমেজ দক্ষিণবঙ্গেও। দার্জিলিঙে গতকাল একধাক্কায় তাপমাত্রা নেমেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই মুহূর্তে রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে, ঙ্গে এক্ষুনি শীতের কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজের জন্য রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে পুরোপুরি শীত প্রবেশ করবে আগামী ১৫ ডিসেম্বর নাগাদ। তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আমেজ পাবে রাজ্যবাসী।

 

আরও পড়ুন-

অমিত শাহের বৈঠকে মমতা, মোদীর বৈঠকেও মমতা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান নিয়ে কী বলছে বাম-কংগ্রেস?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ! ৮ নভেম্বর মস্কোয় পা রাখতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর

টুইটারের মালিকানা গেল ইলন মাস্কের হাতে, সঙ্গে সঙ্গে ছাঁটাই হয়ে গেলেন পরাগ আগরওয়াল সহ বহু উচ্চপদস্থরা

 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র