এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশনের পথ থেকে সরে আসার অনুরোধ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশনের পথ থেকে সরে আসার অনুরোধ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যসচিব মনোজ পন্থ অনশন মঞ্চে পৌঁছে তাঁকে ফোন করেন। সেই ফোনের ওপার থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, “অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন আপনারা।” সেইসঙ্গে আন্দোলনকারীদের সমস্ত দাবিপূরণের জন্য প্রায় ৩-৪ মাস সময়ও চেয়ে নেন তিনি। শুধু তাই নয়, সোমবার দিন নবান্নে একটি বৈঠকেরও ডাক দিয়েছেন তিনি। তবে আন্দোলনকারীদের অনশন প্রত্যাহার করতে বারবার অনুরোধ করেছেন তিনি।
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চেয়ে আরজি জানান অর্ণব-দেবাশিসরা। তাদের সেই দাবি মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিকেল ৫টায় নবান্নে ফের বৈঠকে বসছে দুই পক্ষ। তবে ১০ জনের বেশি প্রতিনিধি নবান্নে যেতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ধর্মঘটের হুঁশিয়ারি পেতেই, শনিবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে উপস্থিত হন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। সেখানে মুখ্যসচিবের ফোন থেকে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়েও কথা হয়।
তিনি বলেন, “আপনাদের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। আমি আপনাদের শুভকামনা করছি। সাধ্যমতো যতটা পারব, সহযোগিতা করব আপনাদের সঙ্গে। আন্দোলন করা আপনাদের অধিকার। আগেরবার পাঁচটা দাবির মধ্যে চারটিই মেনে নিয়েছি।”
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “আমি বলব, তাড়াতাড়ি আন্দোলন থেকে আপনারা বেরিয়ে আসুন। এটা আমার অনুরোধ। মানবেন কী মানবেন না, সেটা আপনাদের ব্যাপার।”
উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র নির্বাচন করানো। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই পরেরবার থেকে মেডিক্যাল কলেজগুলিতে একসঙ্গে নির্বাচন হোক। কালীপুজো, দীপাবলি এবং উপনির্বাচন রয়েছে। আমি কথা দিচ্ছি, ৩-৪ মাস আমাকে সময় দিন। আপনাদের সমস্যাগুলো নিশ্চয়ই আমি গুরুত্ব দিয়ে দেখব।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।