গত আড়াই বছরে এই প্রথমবার হল...! সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডিএ মামলায় বেকায়দায় পড়ল রাজ্য?

সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডিএ মামলায় বেকায়দায় পড়ল রাজ্য? ২৪শে মার্চের শুনানির পর আদালতে নির্দেশ জানানো হয়েছে, ২২শে এপ্রিল মামলাটিকে “হাই আপ অন দ্য বোর্ড” হিসেবেই ধরা হবে। অর্থাৎ, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে। ফলে চাপে রয়েছে রাজ্য।

Parna Sengupta | Published : Mar 31, 2025 9:39 AM
110

বাংলার ডিএ (Dearness Allowance) মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।

210

আগামী ২২শে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

310

সূত্র বলছে, ২৪শে মার্চের শুনানির পর আদালতে নির্দেশ জানানো হয়েছে, ২২শে এপ্রিল মামলাটিকে “হাই আপ অন দ্য বোর্ড” হিসেবেই ধরা হবে।অর্থাৎ, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে।

410

যদিও কোন বেঞ্চে সেই মামলা উঠবে, তা এখনও জানানো হয়নি।

510

সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলা-Dearness Allowance

ডিএ মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এদিকে সম্প্রতি ৪% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার (West Bengal State Government)।

610

বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এপ্রিল থেকে তা হবে ১৮%। কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে।

710

এবার শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন সরকারি কর্মীদের একাংশ।

810

প্রসঙ্গত, এর আগে মোট ১৪ বার ডিএ মামলার (Dearness Allowance) শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে।

910

সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৫ সাল। এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেষ শুনানি হয়নি। বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ।

1010

তাই এবারে কিছুটা উদ্বেগও রয়েছে সরকারি কর্মীদের মনে।এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী বলেন, ‘গত আড়াই বছরে এই প্রথম মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে (অ্যাডভান্স লিস্টে ৯৫ নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা)। এটাকে বিজয়ের প্রাক-মুহূর্ত বলা যায়।’

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos