মানুষের মেজাজের মতোই এবারের শীতকালে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাচ্ছে। কয়েকদিন শীতের আমেজ থাকার পরেই ফের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগামী সপ্তাহেও সেটা দেখা যেতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিনই ছিল কলকাতায় মরসুমের শীতলতম দিন। পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা কমে যাওয়ায় শহরবাসীর মনে খুশির আমেজ। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহেই ফের বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সোমবারই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। মকর সংক্রান্তিতেও হয়তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শীতের আমেজ থাকবে না। রবিবার তাপমাত্রা বদলের পূর্বাভাস নেই। কলকাতায় একইরকম তাপমাত্রা থাকতে পারে। তবে সোমবার থেকেই তাপমাত্রা বাড়তে পারে। ফলে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির মানুষের মন খারাপ হয়ে যেতে পারে।
মকর সংক্রান্তিতে কেমন থাকতে পারে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে চলেছে। রবিবার থেকেই উত্তুরে হওয়ার দাপট কমে গিয়ে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করার কারণেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল দেখা যাবে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। ১৬ জানুয়ারি পর্যন্ত শুকনো আবহাওয়া থাকতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশা থাকতে পারে। কলকাতাতেও হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। ফলে যাঁরা গাড়ি নিয়ে বেরোবেন, তাঁদের সতর্ক থাকা উচিত।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের মতো জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলায় তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে যাঁরা বেড়াতে যাচ্ছেন, তাঁরা শীত-কুয়াশা-বৃষ্টির মধ্যে অন্যরকম আবহাওয়া উপভোগ করার সুযোগ পাবেন। দার্জিলিং জেলার উপরের অংশে তুষারপাত হতে পারে। ফলে যাঁরা সান্দাকফুতে ট্রেকিংয়ে যাচ্ছেন, তাঁরা তুষারপাতের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
উষ্ণতম বছর হতে চলেছে ২০২৫, শুরুতেই সতর্ক করে দিল বিশ্ব আবহাওয়া দফতর
বাংলা জুড়ে শীতের দ্বিতীয় ইনিংসের দাপট জারি! মাসের মাঝে ১০ ডিগ্রীতে নামতে পারে পারদ