ফুটপা্ত ঘিরে টাকার লেনদেনের এই অজস্র ঘটনা উঠে আসছে। এবার প্রশ্ন তবে কি এবিষয় কিছুই জানত না পুরসভা?
বেআইনিভাবে দখল হয়েছে ফুটপাত। জায়গা কিনেও বসতে পারেন না কাশীপুরের রতনবাবু রোডের বাসিন্দা মণিকা জানা। 'টক টু মেয়র'এর অনুষ্ঠানে এবার উঠে এল এমনই অভিযোগ। জানা যাচ্ছে ফুটপাতের সাড়ে চার ফুট জায়গা শুধু বেআইনিভাবে দখল করা হয়নি, দেড় লক্ষ টাকার বিনিময় সেই জায়গা আজীবন ভোগ দখলের অধিকার দেওয়া হয় আর একজনকে। কোর্টে পেপারে সই করেই দু'পক্ষের এই আদানপ্রদান। শ্যামবাজার এলাকার একটি ফুটপাত ঘিরে এমনই অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। শুধু এই একটি ঘটনা নয় এই সূত্র ধরেই ফুটপা্ত ঘিরে টাকার লেনদেনের এই অজস্র ঘটনা উঠে আসছে। এবার প্রশ্ন তবে কি এবিষয় কিছুই জানত না পুরসভা? মেয়র ফিরহাদ হাকিম গোটা ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছেন।
কাশীপুরের রতনবাবু রোডের বাসিন্দা মণিকা জানা। কয়েক বছর আগে শ্যামবাজারের ভূপেন বসু অ্যাভিনিউয়ের একটি ফুটপাতের দোকান পার্থ দাস নামে এক ব্যক্তির থেকে ভাড়া নেন মণিকা। নিরাপত্তা বাবদ ৩৫ হাজার টাকাও দেন তিনি। পরবর্তীকালে ওই দোকান পার্থ বিক্রি করতে চাওয়ায় দেড় লক্ষ টাকার বিনিময় দোকানটি কেনেন মণিকা। আগে ৩৫ হাজার টাকা দেওয়া ছিল। পরবর্তীকালে আরও ১ লক্ষ ১৫ হাজার টাকা দেন তিনি। কোর্ট পেপারে সইও করা হয়। গোটা ঘটনার ভিডিও আছে বলেও দাবি করেন তিনি। তবে পরবর্তীকালে পার্থ দাস মারা গেলে তাঁর দাদা ও বাইশ বছরের স্ত্রী দোকানটি মণিকাকে ছেড়ে দিতে বলেন। গোটা ঘটনাটি জানানো হয় স্থানীয় নেতাদের। পরবর্তীকালে থানায়ও অভিযোগ করেন মণিকা। তাতেও কাজ না হওয়ায় এবার সরাসরি মেয়রের কাছে অভিযোগ জানান তিনি।
ফুটপাত ঘিরে এধরনের অনিয়মের কথা অবশ্য জানতেন না বলেই জানিয়েছেন পুরসভার মেয়র পারিষদ (হকার পুনর্বাসন কমিটি)। গোটা ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন,'এমন লেনদেন পুরোটাই বেআইনি। আইনি পথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।' অন্যদিকে পুরসভার মেয়র পারিষদ ও হকার পুনর্বাসন কমিটির সদস্য দেবাশিস কুমার বলেছেন,'দু’পক্ষেরই কড়া শাস্তি হওয়া প্রয়োজন।' পুরসভার নাকের ডগা দিয়ে কীভাবে এমন অনিয়ম চলছে সেবিষয় প্রশ্ন তুলেছেন অনেকেই।
আরও পড়ুন -
ফেব্রুয়ারির শেষেই ভ্যাপসা গরম, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি বেশি
'গেরুয়া' বিতর্ক কাটতে না কাটতেই নয়া জল্পনা, রবিবাসরীয়র সন্ধ্যায় ফিরহাদের বাড়িতে অরিজিৎ সিং
'সুদিন'-এর আশায় প্রেসিডেন্সি, গানে গানে কি বাপিদার পাশে দাঁড়াতে পারল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা?