Elephant: টানা ৮ দিন পর ভোর রাতে বাঁকুড়ার জঙ্গলে ঢুকল হাতিরপাল, বড় সাফল্য বনবিভাগের

দলমার দামালরা ফিরলো দেশে।এক আধদিন নয়, একেবারে আটদিন পর দামোদর নদ পার করে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে হাতিরপালকে পাঠাতে সক্ষম হল বনবিভাগ।  

দলমার দামালরা (Elephant)ফিরলো দেশে।এক আধদিন নয়, একেবারে আটদিন পর দামোদর নদ পার করে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে ( Joypur Forest in Bankura) হাতিরপালকে পাঠাতে সক্ষম হল বনবিভাগ ( Forest Department )। ভোর সাড়ে চারটার সময় হাতির পাল দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার জঙ্গলে ঢোকে। 

Latest Videos

 

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে হাতির দলকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানোর সময় বৃহস্পতিবার সন্ধ্যায় গলসির পারাজ স্টেশনে দাঁড়িয়ে  যায় বিহারের রৌক্সোলগামী আপ মিথিলা এক্সপ্রেস। হাওড়া থেকে বিহার রৌক্সোল গামী আপ মিথিলা এক্সপ্রেস গলসির পারাজ স্টেশনে প্রায় দেড় ঘন্টা  দাঁড়িয়ে থাকে। ট্রেনটি বর্ধমান থেকে আনুমানিক ৬.১০ মিনিটে ছেড়ে আসার পরই তাকে পারাজ স্টেশনে থামিয়ে দেওয়া হয়। স্টেশনের পশ্চিম দিকে বেশ কিছুটা দূরে হাতির দলকে ট্রেন লাইন পার করানো হয় বনদপ্তরের পরিকল্পনা অনুযায়ী । তারপরই  ২ নম্বর জাতীয় সড়ক। ওই কাজে বনকর্মীদের রীতিমত বেগ পেতে হয়  পাশাপাশি স্থানীয় সহ ২ নম্বর জাতীয় সড়কের যাতায়াত কারী যানবহন ও মানুষকে সুরক্ষা দিতে জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় পুলিশকর্মীদের। এদিকে হাতি পার করানোর জন্য বেশ কয়েকটি লোকাল ট্রেন পারাজ স্টেশনে দেরিতে আসে ।  বনদপ্তরের কর্মীরা হাতির দলকে খড়ি নদী পার করে কোলকোলের কাছে সাতফুৃঁকোর কাছকাছি নিয়ে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার করাতে সক্ষম হয়।তারপর ধীরে হাতির পালকে হুলাপার্টির লোকজন মশাল জ্বালিয়ে দামোদর পার করায়।

 

আরও পড়ুন, Weather Report: ফের বাধা পেতে চলেছে শীত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস

দিনভর ১১০ জনের হুল্লাপার্টি ওর্য়াম আপ করে শেষ পর্যন্ত রাতে সফলতা মেলে।মুখ্য বনপাল কল্যাণ দাস বলেন, 'শিশু হাতি সহ গোটা হাতির পালটিকে দামোদর পার করে বাঁকুড়ার জঙ্গলে পাঠানো হয়েছে।'  গত এক সপ্তাহ ধরে হাতির পালটি পূর্ব বর্ধমানের গলসি ও আউশগ্রামে তাণ্ডব চালায়। কয়েকহাজার বিঘে পাকা ধান নষ্ট হয়। একজন হুল্লাপার্টির সদস্য সহ দু'জন হাতির আক্রমণে জখম হয়। প্রসঙ্গত,  আউশগ্রামে বৃহস্পতিবার দিনভর হাতির পালের তাণ্ডবের পর রাতে তাদের খানিক বাঁকুড়ামুখী করতে সফল হন বনকর্মীরা। তাঁদের অনুমান বাঁকুড়ার জঙ্গল থেকেই খাবারের খোঁজে বর্ধমানের লোকালয়ে চলে এসেছিল হাতির পাল। যদিও রাতে তাদের ফের বাঁকুড়ামুখী করা হলেও খুব সম্ভবত ২০-২২ টি হাতি  দলছুট হয়ে ফের শুক্রবার ভোরে চলে আসে আউশগ্রামের নওয়াদার মাঠে। এরপরেই শুরু হয় সমস্যা।এদিকে এই ঘটনায় বনদপ্তরের উদসীনতার দিকেও আঙুল তোলেন অনেক গ্রামবাসী। অনেকেই দাবি করেন বনকর্মীরা সঠিক ভাবে নজরদারি করলে এই ঘটনা ঘটতে পারত না। তবে শেষ অবধি টানা ৮ জদিন পর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে হাতিরপালকে পাঠাতে সক্ষম হল বনবিভাগ।

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর