রপ্ত করে ফেলেছেন আদিবাসীদের ভাষা, করোনা যুদ্ধে দুই শিক্ষকই ভরসা প্রশাসনের

  • বেড়ে উঠেছেন আদিবাসী পরিমণ্ডলে
  • আলাদাভাবে আর শেখার দরকার পড়েনি
  • সাঁওতালি ভাষা রপ্ত হয়ে গিয়েছে দুই শিক্ষকের
  • করোনা যুদ্ধে প্রশাসনকে ভরসা দিচ্ছেন তাঁরা

আলাদাভাবে আর শেখার দরকার পড়েনি। আদিবাসীদের সঙ্গে মেলামেশার সুবাদেই রপ্ত করে ফেলেছেন সাঁওতালি ভাষা বা অলচিকি লিপি। বীরভূমে করোনা যুদ্ধে প্রশাসনকে ভরসা যোগাচ্ছেন দুই শিক্ষক। 

আরও পড়ুন: অত্যাধুনিক স্যানিটাইজার মেশিনে জীবাণুমুক্ত হবে শরীর, নয়া আবিষ্কার রায়গঞ্জের যুবকের

একজন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, আর এক সহকারী শিক্ষক। বীরভূমের নলহাটির লক্ষ্মীনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ান আশিস মাল ও আইনূল হক। থাকেন স্থানীয় হরিদাসপুর পঞ্চায়েত এলাকায়। আশিসের বাড়ি বিলডাঙা গ্রামে, আর আইনূল ধাবুনিগ্রামের বাসিন্দা। বাড়ি থেকে ঝাড়খণ্ডের দূরত্ব মেরেকেটে ছ'শো মিটার। গ্রামের চারিদিকে আদিবাসীদের বাস। সাঁওতালি ভাষা তো বটেই, তাঁদের সংস্কৃতি অজানা নয় প্রাথমিক স্কুলের দুই শিক্ষকের।  লক্ষ্মীনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মাল বলেন, 'আমার স্ত্রী স্বাস্থ্যকর্মী। লকডাউন জারি হওয়ার পরের দিন স্ত্রীকে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া আদিবাসীদের গ্রামে রাখতে গিয়েছিলাম। দেখলাম, স্থানীয় বাসিন্দারা সামাজিক দূরত্ব না মেনে গা ঘেষাঘেষি করে রেশন তুলছে!' এরপর আর চুপ করে বসে থাকতে পারেননি তিনি। সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সহকর্মী আইনূল হককে নিয়ে আদিবাসী গ্রামগুলিতে সচেতনতার প্রচার চালাবেন। বিডিও ও পুলিশের কাছ অনুমতিও মেলে সহজেই।  করোনা যুদ্ধে আর এক সৈনিক আইনূল হক বলেন, 'আদিবাসী পরিমণ্ডলে বেড়ে ওঠার সুবাদে ওদের ভাষা রপ্ত হয়ে গিয়েছে। আশিসবাবু যখন আদিবাসীদের গ্রামে প্রচার চালানোর প্রস্তাব দেন, তখন রাজি হয়ে যাই। সকাল-বিকেল ঘুরে প্রচার চালাচ্ছি।' 



আরও পড়ুন: নববর্ষের উপহারের মূল্য করোনা ত্রাণে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল ন'বছরের ত্রিজিতা

আরও পড়ুন: করোনা উপসর্গের মৃতদেহের সৎকার ঘিরে ধুন্ধুমার বাঁকুড়ায়, পুলিশের ব্য়াপক লাঠিচার্জ

জানা গিয়েছে, নলহাটির হরিদাসপুর পঞ্চায়েতের আলমপুর, ভেড়াপাড়া, জামসুল, দাদুপাড়া-সহ বেশ কয়েকটি গ্রাম প্রচার চালিয়েছে ওই দুই শিক্ষক। আদিবাসীরাও যে সচেতন হয়েছেন, সেকথা স্বীকার করে নিয়েছেন  নলহাটি ১ নম্বর ব্লকের বিডিও জগন্নাথ বাড়ুই।  তিনি বলেন, 'ওই দুই শিক্ষক খুবই ভালো কাজ করছেন। এলাকায় গিয়ে আমার দেখেছি, আদিবাসীরাও সচেতন হয়েছেন।'

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর