বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ বৃষ্টি নামবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে

  হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।  বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।

 

রবিবার ফের পারদ চড়ল শহরে। (Weather Office) হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।  বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবাহওয়া থাকবে। রাতে তাপমাত্রা আরও কোনও পরিবর্তন হবে না। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে। সিটি দক্ষিণ আন্দামান সাগর এর ওপর অবস্থান করছে। এটি শক্তি বাড়িয়ে  রবিবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তরের দিকে মুভমেন্ট করবে। ২১ তারিখ আরও একটু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর ২২ মার্চ নাগাদ পৌছবে। যেহেতু সিস্টেমটা পশ্চিমবঙ্গের থেকে অনেক দূরে রয়েছে তাই পশ্চিমবঙ্গের ওপর প্রভাবটা তেমন কিছু পড়বে না। ২২ তারিখে পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হবে 'অশনি।' নাম দিয়েছে শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে প্রাথমিকভাবে এগোবে। পরে উত্তর ও উত্তরপূর্ব দিকে বাঁক নেবে।  বুধবার নাগাদ বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এর সরাসরি প্রভাব নেই রাজ্যে ।

Latest Videos

আরও পড়ুন, হোলির রং ওঠাতে নদীতে তলিয়ে মৃত্যু যুবকের, উদ্ধার করতে গিয়ে অসুস্থ আরও ১

 দেশের বেশ কিছু অংশে তাপপ্রবাহে পরিস্থিতি। বাংলায় বসন্তের পরিবেশে বাড়বে গরম। আগামীদিনে আরো তাপমাত্রা বাড়তে পারে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ উধাও হবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে।  বাতাসে জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্যের কারণে সকালে হালকা কুয়াশা।  এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। আগামী চার পাঁচ দিনে দিনের বেলার গরম বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। রবি ও সোমবার দার্জিলিং কালিম্পং -এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ। এছাড়াও বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার নাগাদ উত্তর-পশ্চিম ভারতে। 

আরও পড়ুন, 'শুভেন্দুর সঙ্গে নিজের স্তরকে মেলাচ্ছেন বাবুল', বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

 নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর ফলে শুষ্ক আবহাওয়ার মাঝেই জলীয়বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিতে ধীরে বাড়বে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৭০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে রবি সোমবার নাগাদ। এছাড়া দক্ষিণ ভারতের দু-একটি রাজ্যে বিশেষ করে কেরালা কর্ণাটক তামিলনাডু পন্ডিচেরি করাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবি-সোমবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের দু-একটি রাজ্যে। এছাড়া সারা ভারতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। গুজরাট রাজস্থান অঞ্চলে তাপপ্রবাহের সর্তকতা। তাপপ্রবাহ হতে পারে সৌরাষ্ট্র কচ্ছো এবং কঙ্কন  এলাকায়।  তাপপ্রবাহের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু রাজ্যে। ছত্রিশগড় উড়িশাতেও তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari