সন্দেশখালির সভা মঞ্চ থেকে তৃণমূলের জনসভাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানায় 'মঞ্চের উপরে এত চোর পৃথিবীর কোথায়ও দেখা যায় না'। চুরিতে গোল্ড মেডেল হলে সেটা তৃণমূলই পেতেন।
আজ ছিল ব্রিগেডে তৃণমূলের মেগা শো 'জনগর্জন' জনসভা। অপরদিকে সন্দেশখালিকে ছিল বিজেপির জনসভা। সন্দেশখালির সভা মঞ্চ থেকে তৃণমূলের জনসভাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানায় 'মঞ্চের উপরে এত চোর পৃথিবীর কোথায়ও দেখা যায় না'। চুরিতে গোল্ড মেডেল হলে সেটা তৃণমূলই পেতেন।