মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনিয়েছে, তাঁকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রফতানি করা হয়েছে। আর সেই কারণে রাজ্যে আলুর দাম উর্ধ্বমুখী।
আলুর দাম উর্ধ্বমুখী। ভারতের আলু উৎপাদক রাজ্যগুলির মধ্যে প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। কিন্তু তাও এই রাজ্যেও আলুর দাম উর্ধ্বমুখী। বর্তমানে কলকাতা-সহ জেলার একাধিক বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৪০-৪৫ টাকা প্রতি কিলো। আর জ্যোতি আলুর দাম ৩৫ টাকা। এই অবস্থা কেন আলুর দাম আকাশ ছোঁয়া তারই কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমকতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক নির্দেশও দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনিয়েছে, তাঁকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রফতানি করা হয়েছে। আর সেই কারণে রাজ্যে আলুর দাম উর্ধ্বমুখী। তিনি বলেন, 'বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে। আর আমি ইনসিওরেন্সের ব্যবস্থা করবে! দুটো জিনিস একই সঙ্গে তলতে পারে না। এই জিনিস বরদাস্ত করব না।' তিনি আরও বলেছেন, রাজ্যের চাহিদা পুরাণ হওার পরই ভিন রাজ্যে আলু রফতানি করা যবে। আন্তঃরাজ্য সীমনা দিয়ে আলু ভিন রাজ্যে যাওয়ার নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি রাজ্যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কেন এই পরিস্থিতি তা পর্যালোচনা করতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ও কৃষি বিপণন মন্ত্রী। মমতা রেচারাম মান্নাকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। তাঁকে কৃষি বিপণন দফতরের চেয়ারম্যান পদে বসান। রাজ্যে কোন জেলায় কী পরিস্থিতি রয়েছে তারও বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় অন্তর জানাতেও নির্দেশ দিয়েছেন।
তবে শুরু আলু নয়। পেঁয়াজের রফতানি নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, বাংলা ওখনও পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর নয়। ভিন রাজ্য থেকে পেঁয়াজ আনতে হয়। মুখ্যমন্ত্রীর উদ্বেগ রাজ্যে পেঁয়াজ চাষ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাও অর্ধেক ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছএ। তা নিয়েও উষ্মা প্রকাশ করেন মমতা। টাস্ক ফোর্সকে নজরদারী বৃদ্ধি করতেও নির্দেশ দিয়েছেন মমতা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।