কয়েকদিন আগেই ভোরবেলা কলকাতায় ভূমিকম্প টের পেয়েছিলেন অনেকে। এবার উত্তরবঙ্গের অনেক বাসিন্দার গভীর রাতে ভূমিকম্পে ঘুম ভেঙে গেল।
বৃহস্পতিবার রাত দুটো বেজে ৩৬ মিনিটে কেঁপে উঠল উত্তরবঙ্গ। নেপাল-তিব্বত সীমান্তে ভূমিকম্পের জেরে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল, সিকিমের বিভিন্ন অঞ্চল, বিহারের বিভিন্ন অঞ্চল, তিব্বত কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। নেপাল-তিব্বত সীমান্তে বাগমতি প্রদেশে লিসটিকোট গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে এক অঞ্চল ছিল ভূমিকম্পের উৎসস্থল। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শিলিগুড়ির অনেক বাসিন্দাই জানিয়েছেন, তাঁরা কম্পন টের পেয়েছেন। শিবম সেন নামে এক যুবক জানিয়েছেন, 'আমরা ভূমিকম্প টের পেয়েছি। ভালোই ঝাঁকি দিল।' বিশ্বনাথ বিশ্বাস নামে শিলিগুড়ির অপর এক বাসিন্দা জানিয়েছেন, 'ভালোই ভূমিকম্প হয়েছে। আমরা সবাই কম্পন টের পেয়েছি।' পম নামে শিলিগুড়ির বাসিন্দা পেশায় ব্যবসায়ী এক যুবক জানিয়েছেন, 'আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। ভূমিকম্প বুঝতে পারলাম। তবে ভূমিকম্পে আমাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আশা করি সবাই নিরাপদে আছে।'
পাটনাতেও টের পাওয়া গেল ভূমিকম্প
বিহারের রাজধানী পাটনা থেকে নেপালের বাগমতি প্রদেশের দূরত্ব ৩৬০ কিলোমিটারেরও বেশি। মুজফফরপুর থেকে বাগমতি প্রদেশের দূরত্ব ১৮৯ কিলোমিটার। কিন্তু এতদূরেও ভূমিকম্প ভালোই টের পাওয়া গিয়েছে। মুজফফরপুর, পাটনার বাসিন্দারা গভীর রাতে ভূমিকম্প টের পেলেন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা পাঁচের মধ্যে থাকলে মাঝারি মাপের ভূমিকম্প বলে ধরা হয়। এই কম্পনে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে। ফলে নেপাল, উত্তরবঙ্গ, সিকিম, বিহারের কোনও অংশে ক্ষয়ক্ষতি হয়নি বলেই আশা করা হচ্ছে। ভোরের আলো ফোটার আগে অবশ্য পরিস্থিতি বোঝা যাবে না। সকাল হলে অবস্থা বোঝা যাবে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল নেপাল
নেপালে ভূমিকম্প নিয়মিত ঘটনা। অনেকবার নেপালে ভূমিকম্পের ফলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অপরিকল্পিতভাবে নির্মাণ বন্ধ হচ্ছে না। এর ফলে মাঝারি ক্ষমতাসম্পন্ন ভূমিকম্পেই ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও অপরিকল্পিত নির্মাণ কম কিছু নয়। ফলে ভূমিকম্পে উত্তরবঙ্গেও বিপদের আশঙ্কা রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভোররাতে ফের ভূমিকম্প, কেঁপে উঠল অসম ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, রিখটা স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫
সাত সকালে ভূমিকম্প! কেঁপে উঠল গোটা রাজ্য, কোথায় ছিল উৎসস্থল?
দিল্লি-NCR-এ ভূমিকম্প, আতঙ্ক না ছড়িয়ে শান্ত থাকার জন্য আবেদন প্রধানমন্ত্রী মোদীর