হাওড়া-শিয়ালদার মধ্যে মে মাসেই মেট্রো চলাচল শুরু? ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে এল বড় আপডেট
East - West Metro:কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য চলতি বছরই সুখবর আসবে। চালু হয়ে যাবে জুড়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro)। হাওড়া ময়দান থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভে।
২০২৩-২৪ অর্থবর্ষে কলকাত মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ১৯.২৫ কোটি। তবে তরপর যাত্রী সংখ্যা আরও বেড়েছে। তবে এখানেই শেষ নয়। আগামী দিনে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা আরও বাড়বে। কারণ খুব তাড়াতাড়ি জুড়ে যাবে হাওড়া আর শিয়ালদার মত ব্যস্ততম দুটি স্টেশন।
210
হাওড়া-শিয়ালদা স্টেশন
কলকাতার সবথেকে ব্যস্ত স্টেশন শিয়ালদহ। এবার সেই স্টেশনই মেট্রো রেলের মাধ্যমে জুড়ে যেতে চলেছে দেশের প্রাচীনতন স্টেশনগুলির একটি হাওড়া স্টেশনের সঙ্গে।
310
দ্রুত চালু পরিষেবা
সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত মেট্রো রেলের মাধ্যমে জুড়ে যাবে হাওড়া ও স্টেশন। তখন মাত্র ১১ মিনিটেই হাওড়া ও শিয়ালদার মধ্যে আপ-ডাউন করা যাবে।
মেট্রো রেল কর্তৃপক্ষ সত্রের খবর বউবাজার এলাকার মেট্রোর কাজ প্রায় শেষের পথে । বর্তমানে টানেলের নিরাপত্তার কাজ খতিয়ে দেখা হচ্ছে। আর সেই কারণে সম্প্রতি প্রায় আড়াই দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। সব কাজ হয়ে যাওয়ার পরই চালু করা হবে পরিষেবা।
510
বউবাজার সংকট
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের দূরত্ব মাত্র ২.৬৩ কিলোমিটার। বউবাজার এলকায় একাধিকবার সমস্যার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নির্মাণ কাজের সময়ই টানেলে ধস নামে। বন্ধ করে দেওয়া হয়েছিল কাজ।
610
কাটা সার্ভিস চালু
বউবাজারের কারণে হাওড়া আর শিয়ালদহ স্টেশন জুড়লে পারেনি মেট্রো রেলের পরিষেবার মাধ্যমে। বর্তমানে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন ওয়ান ও টু চালু রয়েছে।
710
বউবাজার ছাড়পত্র
বউবাজার এলাকায় মেট্রো কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেতেই যাত্রী পরিষেবা চালু হবে। মার্কিন সংস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
810
পরিষেবা চালু
মেট্রোর এক আধিকারিকের কথায় প্রথম ঠিক ছিল এপ্রিল মাসেই পরিষেবা চালু করা হবে। কিন্তু নানান জটিলতার কারণে এপ্রিম মাসে পরিষেবা চালু করা হবে না। মে মাস থেকেই চালু হতে পারে মেট্রো।
910
এই কাজগুলি শেষ হলে চালু পরিষেবা
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেফটি কমিশনার এই অংশ দেখে যাওয়ার পর কিছু মতামত দেবেন। সেই অনুযায়ী কাজ শেষ করতে হবে। সেই রিপোর্ট ফের যাবে সিআরএসের কাছে। সব দিক খতিয়ে দেখার পর অবশেষে দেওয়া হবে সবুজসংকেত। রাজ্য থেকে পেতে হয় ফায়ার প্রুফ সার্টিফিকেট। ট্রায়াল রানও হবে।
1010
পরিষেবা চালু হলে উপকৃত হবেনপ্রচুর মানুষ
মেট্রো পরিষেবা চালু হলে উপকৃত হবেন প্রচুর মানুষ। কারণ হাওড়া থেকে সরাসরি মাত্র ২৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। এসপ্ল্যানেডের যাত্রীরাও উপকৃত হবেন। হাওড়া থেকে শিয়ালদহ যেতে লাগবে মাত্র ১১ মিনিট। বর্তমানে এসপ্ল্যানেড যেতে লাগে পাঁচ মিনিটের মত।