'পুলিশ মিথ্যা চুরির মামলা দিয়ে মেরে মেরে তাঁর দুটো কিডনিই নষ্ট করে দেয়' ঢোলাহাটের মৃত যুবকের বাড়িতে এসে মন্তব্য সিপিআইএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের।
'পুলিশ মিথ্যা চুরির মামলা দিয়ে মেরে মেরে তাঁর দুটো কিডনিই নষ্ট করে দেয়' ঢোলাহাটের মৃত যুবকের বাড়িতে এসে মন্তব্য সিপিআইএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি ঢোলাহাটে জমায়েতের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।