চিকিৎসকদের ঘাটতি পুরণে ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব মমতার, পুলিশে নিয়োগ দ্রুত করতে ক্ষেপে ক্ষেপে ট্রেনিং

Published : May 11, 2023, 06:05 PM ISTUpdated : May 11, 2023, 08:12 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

আগামী তিন মাসের মধ্যে পুলিশে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ। ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব। নার্সদেরও সেমি ডাক্তার পদে উন্নীত করার প্রস্তাব দেন তিনি। 

আগামী তিন মাসের মধ্যে পুলিশে সমস্ত পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। এদিন নবান্নে বৈঠকের পর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও চিকিৎসকের অভাব মেটাতে অভিনব প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের মত এবার থেকে ডাক্তারদের জন্যও ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে কিনা তা নিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি সিনিয়ন নার্সদের যাদে সেমি ডাক্তার হিসেবে কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে তাও খতিয়ে দেখতে বলেন মমতা।

পুলিশে নিয়োগ

মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিদেব-সহ বিভিন্ন দফতরের মন্ত্রী ও বেঙ্গল চেম্বার্স অপ কমার্সের উপস্থিতিতে বলেন, আগামী তিন মাসের মধ্যে পুলিশ নিয়োগ সম্পন্ন করতে হবে। এতদিন কখনও ৬ মাস কখনও ৩ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হত । এবার থেকে প্রথম দফায় সাত দিন প্রশিক্ষণ দিয়েই তাদের কাজে পাঠিয়ে দেওয়া হবে। তারপর ২১ দিন কাজ করবে। তারপর আবারও ৭ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। যার অর্থ এক মাসের মধ্যে ২১ দিন কাজ করবে আর ৭ দিন ট্রেনিং নেবে। টানা ট্রেনিং না দিয়ে এভাবেই ক্ষেপে ক্ষেপে ট্রেনিং শেষ করা হবে। পুলিশ ফোর্স বাড়াতে এই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপরাধ্যা।

নার্সের ঘাটতি পুরণ

চিকিৎসক আর নার্সের অভাব পুরণেও বিশেষ পদক্ষেুপ নেওয়ার কথা জানান মমতা। জেলায় জেলায় ১০০ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট খোলার কথা খতিয়ে দেখতে বলেন তিনি। একই সঙ্গে নার্সদের ক্ষেত্রে ব্যান্ডেজ বাঁধা, স্যালাইন দেওয়া ও ওষুধ খাওয়ানোর জন্য ১৫ দিনের প্রশিক্ষণই যথেষ্ট বলে জানিয়ে দেন মমতা। এই কাজগুলি জুনিয়ার নার্স দিয়েই হবে। জটিল কাজের জন্য সিনিয়ার নার্স রয়েছে বলেও জানিয়ে দেন তিনি। পাশাপাশি দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন যেসব নার্সদের চাকরির ৩-১০ বছর বাকি রয়েছে তাদের সেনি ডাক্তার পদে উন্নিত করা যায় কিনা তাও খতিয়ে দেখার প্রস্তাব দেন মমতা।

চিকিৎসকের ঘাটতি পুরণ

এদিন চিকিৎসকদের ঘাটতি পুরণ করার জন্য ইঞ্জিনিয়ারিং-এর মত ডাক্তিরিতেও ডিল্পোমা কোর্স চালু করার কথা বলেন তিনি। তিনি বলেন জাক্তারি পড়তে সময় লাগে পাঁচ বছর। তারপর জুনিয়ার জাক্তার হিসেবে কাজ করতে হয়। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মত ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স হল সেই চিকিৎসকদের দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসকদের ঘাটতি সহজেই পুরণ করা যাবে। সেই প্রস্তাবই খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি