'যে চুরির ঘটনার জন্য থানায় তুলে নিয়ে যাওয়া হয় সেটার অভিযোগ পর্যন্ত জমা পরেনি','পুলিশ দু লক্ষ টাকা চেয়েছিল না পেয়েই খুন'।
ঢোলাহাটের যুবক মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য নওশাদ সিদ্দিকীর। তিনি জানান 'যে চুরির ঘটনার জন্য থানায় তুলে নিয়ে যাওয়া হয় সেটার অভিযোগ পর্যন্ত জমা পরেনি','পুলিশ দু লক্ষ টাকা চেয়েছিল না পেয়েই খুন'। পাশাপাশি অভিযোগ করেন 'এর পিছনে শাসক দল তৃণমূল সরাসরি যুক্ত'।