ঠিক কতটা দাম বাড়বে আলুর? মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের হুঁশিয়ারির পর উঠছে প্রশ্ন

Published : Dec 01, 2024, 10:47 AM IST
Despite the strike by potato traders it will still take time for potato prices to normalize bsm

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, 'ভিন রাজ্য আলু পাঠাবার ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝাই ট্রাক সোমবারের মধ্যে যদি ছাড়া না হয় তাহলে আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতিতে সামিল হবে। ' 

আবার কর্মবিরতির পথে আলু ব্যবসায়ীরা। আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্য়ে কর্ম বিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। যার কারণে রাজ্যে আবার নতুন করে আলুর দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকার ভিন রাজ্যে আলি রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার জেরে সীমান্তে আটকে রয়েছে আলু বোঝাই ট্রাক। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই মঙ্গলবার থেকে আলু সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল ব্যবসায়ীরা।

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, 'ভিন রাজ্য আলু পাঠাবার ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝাই ট্রাক সোমবারের মধ্যে যদি ছাড়া না হয় তাহলে আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতিতে সামিল হবে। ' ব্যবাসয়ীদের অভিযোগ ভিন রাজ্যে আলুর রফতানি বন্ধ করে দিয়েছে সরকার। সমস্ত বর্ডারে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক। বিভিন্ন জায়গায় পুলিশ আলুর গাড়ি আটকে দিয়েছে। গাড়ির চালকের বিরুদ্ধে কেশ দিয়েছে। এই ঘটনার প্রতিবাদেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আলু ব্যবসায়ী সমিতি সূত্রের খবর, সোমবার রাত থেকে রাজ্যের কোনও হিমঘর থেরে আর আলু নেওয়া যাবে না। যদি এই ধর্মঘট হয় তাহলে আবারও আলুর দাম বাড়বে। কয়েক মাস আগেই আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে ১০০ টাকার কাছাকাছি চলে গিয়েছিল আলুর দাম।

সম্প্রতি রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পথে নামে টাস্ক ফোর্স। সবকিছু খতিয়ে দেখে ভিন রাজ্যে আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরই আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির হুঁশিয়ারি দিল। অন্যদিকে গত ২৩ নভেম্বর কলকাকার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে কেজি প্রতি আলুর দাম ২৬ টাকা রাখার নির্দেশ দেন তিনি। কিন্তু তারপরেও খোলা বাজারে আলুর দাম ৪০ টাকার আশেপাশে। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনেকেই।

অন্যদিকে আলু ব্যবসায়ীদের কথা হিমঘর থেকে বার করার পরেও আলু রফতানি করা যাচ্ছে না। সীমানা এলাকায় আটকে রয়েছে আলুর ট্রাক। সেখানেও আলু নষ্ট হচ্ছে। এই অবস্থায় চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে নতুন আলু এখনও পুরোপুরি বাজারে ওঠেনি। তাই সরকার আর আলু ব্যবসায়ী সমিতির টানাপোড়েনে আবারও নাজেহাল হতে হতে পারে মধ্যবিত্ত ক্রেতাদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব
জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা