পাইপ লাইনে ধসের জেরে জেলায় 'জল' বিপত্তি, পানীয় জলের জন্য হাহাকার!

সংক্ষিপ্ত

গরম পড়তে না পড়তেই শুরু ভোগান্তি (West Bengal News)। জলের সমস্যায় জেরবার হাওড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে তীব্র জল সঙ্কটে ভুগছেন এই জেলার বাসিন্দাদের একাংশ। পানীয় জলের এই সমস্যা এখন কতদিনে মিটবে তা নিয়ে উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে দ

হাওড়া: গরম পড়তে না পড়তেই শুরু ভোগান্তি (West Bengal News)। জলের সমস্যায় জেরবার হাওড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে তীব্র জল সঙ্কটে ভুগছেন এই জেলার বাসিন্দাদের একাংশ। পানীয় জলের এই সমস্যা এখন কতদিনে মিটবে তা নিয়ে উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে দু'দিনের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আদেও দুই দিনে এই সমস্যা মিটবে কিনা তা হলফ করে বলা সম্ভব নয়।

জানা গিয়েছে, বেলগাছিয়ায় ধসের জেরে পাইপ লাইন ফেটে গিয়েছে। যারফলে হাওড়ার ২২টি ওয়ার্ডে জল সরবরাহের সমস্য দেখা দিয়েছে। ঠিকমত পানীয় জল না পাওয়ায় এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি একেবারে চরমে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে পানীয় জল সরবরাহ ঠিক রাখতে Kolkata Municipal Corporation-এর তরফে হাওড়ায় জলের গাড়ি পাঠানো হয়েছে।

Latest Videos

কোন্নগর, উত্তরপাড়া সহ মধ্য হাওড়া, শিবপুর প্রভৃতি এলাকায় কলকাতা পুরসভার তরফে গিয়েছে জলের লম্বা পাইপ। তারপরেও মিটছে না জল যন্ত্রণা। জল নেওয়ার জন্য শনিবার সকাল থেকেই উত্তর ও মধ্য হাওড়ায় দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের লম্বা লাইন। পুরসভার জল নিতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, রান্না-খাওয়ার জল নেই। জলের জন্য কাজ করতে সমস্যা হচ্ছে। এভাবে আর কতদিন চলতে তা নিয়েও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

এদিকে জলের সমস্যা মেটাতে হাওড়া-বেলগাছিয়া মোড়ে একটা পাইপ লাইন বসানোর কাজ শুরু করেছে পুরসভা। সেই কাজ খতিয়ে দেখতে গিয়ে চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ''শিবপুর ও মধ্য হাওড়ার জলের সমস্যা শনিবারের মধ্যেই মিটে যাবে। নতুন পাইপ লাইন জুড়ে গেলে উত্তর হাওড়াতেও জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।''

পুরসভা সূত্রে খবর, পদ্মপুকুর জল প্রকল্পের লাইনটি গিয়েছে বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে, বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে। আবার সেটির পাশ দিয়েই গিয়েছে উত্তর হাওড়ার (North Howrah) মূল নিকাশি নালা। আর তাতেই হয়েছে বিপত্তি। শহরের সমস্ত আবর্জনা জমে কার্যত পাহাড়ের আকার নিয়েছে ওই ভাগাড়। যেখানে প্রায়ই ধস নেমে এলাকার মূল নিকাশি নালা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটছে। আর তাতেই জলের লাইনে ধস নেমে রীতিমত শহরে বিপত্তি। পানীয় জল না মেলায় জেরবার সাধারণ মানুষ।

আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার মাটির তলার জলের পাইপ লাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটে। ধসের জেরে জল সরবরাহ বন্ধ হয়ে যায় উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ড, শিবপুরের চারটি ওয়ার্ড এবং মধ্য হাওড়ার দু’টি ওয়ার্ডে। আর তারপর দ্রুত জলের লাইন মেরামতের ব্যবস্থা করা হলেও শনিবারেও মেটেনি সমস্যা। পরিস্থিতি সরজমিনে দেখতে গিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Aroop Roy) জানান, বিভিন্ন জায়গা থেকে জলের গাড়ি এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তারপরই পানীয় জলের পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও