বাংলাদেশী রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত বাংলা-সহ দেশের একাধিক হাসাপাতাল, জানালেন শমীক ভট্টাচার্য

বাংলাদেশের ভারত অপমানের প্রতিবাদে দেশটির বেশ কিছু হাসপাতাল বাংলাদেশী রোগীদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এ নিয়ে ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী ভারতে চিকিৎসা করাতে আসেন। তারা চিকিৎসার জন্য কলকাতা ছাড়াও দক্ষিণ ভারতের ত্রিপুরার অনেক হাসপাতালে আসেন। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তারা। যে দেশ তাদের জীবন ফিরিয়ে দিয়েছে, তাকে অপমান করেছে বাংলাদেশ। ঠিক এই কারণেই দেশের অনেক হাসপাতাল ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা বাংলাদেশ থেকে রোগীদের চিকিৎসা করবে না। এবার সেই হাসপাতালগুলির সিদ্ধান্ত ঘোষণা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য তাঁরএক্স-হ্যান্ডেলে লিখেছেন, "রাজ্য জুড়ে হাসপাতাল গুলি বার্তা দিয়ে দিয়েছে যে বাংলাদেশী মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না। আমি এই সিদ্ধান্ত পূর্ণ সমর্থন জানাচ্ছি। গোটা দেশের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া। বাংলাদেশী হিন্দুদের ওপর যে অকথ্য অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ সরকার তার কড়া প্রতিবাদ হওয়া উচিত।"

Latest Videos

তবে শমীকের পোস্টের প্রতিক্রিয়ায় অনেকেই বিভিন্ন কথা লিখছেন। এক নেটিজেন লিখেছেন, কী হবে আদানির পাওয়ার সাপ্লাই? আরেকজন লিখেছেন, বিশেষ করে চেন্নাই এবং বেঙ্গালুরুতে গেলে দারুণ হবে। সেখানে বেশির ভাগ বাংলাদেশি রোগী আসেন।

এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করায় ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। একই সঙ্গে অনেকে বলছেন, যে দেশ থেকে তারা এত সাহায্য পান, তাকে অপমান করার আগে দুবার ভাবা উচিত। ইতিমধ্যেই কলকাতার মানিকতলার একটি হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল এই সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছেন, বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন তারা। হাসপাতালের কর্মকর্তারা পিটিআই-ভাষাকে বলেছেন, "তারা যেভাবে বারবার ভারতকে অপমান করছে আমরা তা মেনে নিতে পারছি না।" তারা আমাদের পতাকাকেও অপমান করেছে।

শুধু তারাই নয়, ত্রিপুরার আইএলএস হাসপাতালও সেদিকেই এগোচ্ছে। আগরতলার মালটি সুপার স্পেশালিটি হাসপাতাল আইএলএস হাসপাতাল এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বাংলাদেশিদের চিকিৎসা না হওয়ায় বিক্ষুব্ধ স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ করে।

হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা পিটিআইকে বলেছেন যে বাংলাদেশিদের চিকিত্সা বন্ধ করার জন্য স্থানীয়দের উত্থাপিত দাবির সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্ট ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'Mamata-র সেকুলারিজম একটা সমাজের জন্য' Bangladesh ইস্যুতে চরম আক্রমণ Dilip-এর
Suvendu Adhikari : জাতিসঙ্ঘ হস্তক্ষেপ করুক #shorts #suvenduadhikari #bangladesh
Wakf নিয়ে এ কী বললেন Kalyan banerjee? Wakf কতটা ভয়ংকর? বোঝালেন Tarunjyoti Tiwari
'অবৈধ ইউনূস, আজও Bangladesh-এর বৈধ প্রধানমন্ত্রী Sheikh Hasina' বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari : 'আজও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী Sheikh Hasina' #shorts #suvenduadhikari