আরও তিন শতাংশ মহার্ঘভাতার ঘোষণা রাজ্য সরকারের, মমতার 'উপহারে' কতটা খুশি রাজ্যের সরকারি কর্মীরা?

Published : Feb 15, 2023, 03:57 PM ISTUpdated : Feb 15, 2023, 04:42 PM IST
DA Protest

সংক্ষিপ্ত

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পেন ডাউনের হুঁশিয়ারি আগেই দিয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের এই নতুন ঘোষণায় কী প্রতিক্রিয়া আন্দোলনকারীদের?

রাজ্য বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা। বকেয়া ডিএ নিয়ে চাপের মধ্যেই এবার মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। আগামী মার্চ মাস থেকে বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। শুধু সরকারি কর্মীরা নয় এই সুবিধা পাবেন পেনশনভোগীরাও। রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের এই ঘোষণায় কি খুশি সরকারি কর্মীরা? ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাত এখন ৩৫ শতাংশ। দিনে দিনে বাড়ছে এই তফাত। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পেন ডাউনের হুঁশিয়ারি আগেই দিয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের এই নতুন ঘোষণায় কী প্রতিক্রিয়া আন্দোলনকারীদের? এশিয়ানেট নিউজ বাংলার তরফ থেকে আন্দোলনরত কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে স্পষ্টতই রাজ্য সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

রাজ্য সরকারের তিন শতাংশ ডিএ-এর সিদ্ধান্তে মোটেই খুশি নন সরকারি কর্মীরা। সমস্যার সুরাহা নয় বরং এই নতুন ঘোষণাকে ভিক্ষা দেওয়ার সামিল বলেই উল্লেখ করছেন রাজ্যের সরকারি কর্মীরা। এই প্রসঙ্গে এশিয়ানেট নিউজ বাংলার তরফ থেকে কনফেডারেশ অফ স্টেট গভরমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টই জানিয়েছেন রাজ্য সরকার কোন হিসেবে এই ডিএ দিলেন তা তাঁদের কাছে স্পষ্ট নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইন্ডেক্সের নিয়মের সঙ্গেও মিলছে না রাজ্য সরকারের হিসেব। পাশাপাশি এত বছর পরে মাত্র ৬ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন্দ্র সরকারের সঙ্গে ক্রমেই বাড়ছে রাজ্যের ডি-এর তফাত। কেন্দ্র যেখানে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল সেখানে ২০২৩ সালের প্রথম তিন মাস কোনও বর্ধিত ডিএ পেল না রাজ্য সরকারি কর্মীরা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-এর তফাত নিয়েও অষন্তোস প্রকাশ করলেন তিনি। এই ডিএ একরকমের 'ভিক্ষা দেওয়ার মতো' বলেও উল্লেখ ক্রেন তিনি। সেই সঙ্গে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে বলেও জানিয়েছেন তিনি।

রাজ্য সরকারের ডিএ নিয়ে ঘোষণায় ক্ষুব্ধ কর্মচারি সমাজ। রাজ্যের এই ঘোষণা একরকম ভিক্ষা দেওয়ার সামিল বলে ধিক্কার জানিয়েছেন অনেকেই। এই প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন,'২০২১-এর ১ জানুয়ারি ডিএ ছিল ৩ শতাংশ, ২০২৩ সালের মার্চ থেকে দিল আরও তিন শতাংশ। রাজ্য সরকার কোন হিসেবে এই ৬ শতাংশ ডিএ দিল আমরা বুঝতে পারছিনা।' কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন,'অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইন্ডেক্সের নিয়ম অনুসারে কেন্দ্র ও অন্যান্য রাজ্যের ডিএ আরম্ভ হয়েছে ১ জুলাই ২০১৬ থেকে। ১ জুলাই ২০১৬ আলে ২ শতাংশ। তারপর ১ জানুয়ারি ২০১৭ তে ২ শতাংশ। ১ জুলাই ২০১৭তে ১ শতাংশ এবং ১ জানুয়ারি ২০১৮তে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে। সেখানে রাজ্য সরকার এত বছর পর কোন হিসেবে মাত্র ৬ শতাংশ (২০২১-এর ১ জানুয়ারি ডিএ ছিল ৩ শতাংশ, ২০২৩ সালের মার্চ থেকে দিল আরও তিন শতাংশ) ডিএ দিল তা আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইন্ডেক্সের কোনও হিসেবে খুঁজে পাচ্ছি না।' কেন্দ্রের ডিএ সঙ্গে তুলনা টেনে তিনি বলেন,'১ জানুয়ারি ২০২৩ থেকে যেখানে চার শতাংশ ডিএ বেড়ে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা দাঁড়ালো ৪২ শতাংশ-এ, সেখানে রাজ্য সরকার জানুয়ারি মাস থেকেও ডিএ বৃদ্ধি করল না। মার্চের থেকে মাত্র তিন শতাংশ ডিএ বাড়ল। জানুয়ারি মাসে এই ডিএ বৃদ্ধি করলেও কর্মীরা তিন মাস এগিয়ে যেত। এটা তো একরকম ভিক্ষা দেওয়ার মতো।' তবে যেহেতু পঞ্চম বেতন কমিশনের বকেয়া অনুযায়ী ইতিমধ্যেই আদালতে মামলা করা হয়েছে তাই আদালতের রায়ের আগে তাঁরা পথে নামবেন না বলেও জানিয়েছেন।

আরও পড়ুন - 

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরও ডিএ-র ঘোষণা

আচমকা বুকে ব্যথা-সারা শরীরে ঘাম! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল বাবুল সুপ্রিয়কে

বিধানসভা থেকে শুভেন্দুকে বহিস্কারের প্রস্তাব, মমতার ক্ষমাপ্রার্থনায় সিদ্ধান্ত প্রত্যাহার অধ্যক্ষের

PREV
click me!

Recommended Stories

আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য
SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া