Suvendu Adhikari Baruipur Rally : বারুইপুরে শুভেন্দু অধিকারীর অভিযান ঘিরে তুলকালাম। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির 'হেনস্থা'র অভিযোগ। বারুইপুর অ্যাডিশনাল এসপি'র বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর। 'স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একজন গুন্ডা'। 'আমাদেরকে পুলিশ ফাঁদে ফেলেছে'। 'এই জেলাকে জেহাদী জামাতের হাতে তুলে দিয়েছে'। '২০২৬-এর ভোট আমাদের শেষ লড়াই'। বারুইপুরের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর