চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট। মঙ্গলবারও সেই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
210
উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার দরুন উপকূলের জেলাগুলিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার।
310
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
410
দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
510
বুধবার থেকে দক্ষিণের প্রায় সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে (৭ থেকে ১১ সেন্টিমিটার)। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে।
610
ঘূর্ণাবর্তের জেরে ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় ২ অগাস্ট, বুধবার পর্যান্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
710
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
810
অন্যদিকে, উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
910
বৃহস্পতিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।
1010
তবে, উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।