Weather News: কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই ৬ জেলা ভাসবে বৃষ্টিতে, এক দিন পর থেকেই তাপমাত্রা বাড়বে

Published : May 13, 2024, 07:10 PM IST
Weather Update

সংক্ষিপ্ত

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝ়ড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলাতেই বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। 

মাঝে আর মাত্র একটা দিন। তারপর থেকেই রাজ্যে তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা কমছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন রাতের মধ্যে দক্ষিণবঙ্গে ৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝ়ড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলাতেই বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। তিন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে। বিকেলের পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে।

আজও উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও এই জেলাগুলিতের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। আগামী ৬ দিনের মধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  তবে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা আর নেই বলেও জানিয়েছে মৌসম ভবন।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ