ক্ষোভে ফেটে পড়লেন পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকার মানুষরা। নেই জল, জোটেনি খাবার, বিক্ষোভ গ্রামবাসীদের! বিক্ষোভে আটকে পড়ল সুকান্ত মজুমদারের কনভয়। গ্রামবাসীদের দাবি, মুখ্যমন্ত্রীকে আসতে হবে এখানে।
ক্ষোভে ফেটে পড়লেন পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকার মানুষরা। নেই জল, জোটেনি খাবার, বিক্ষোভ গ্রামবাসীদের! বিক্ষোভে আটকে পড়ল সুকান্ত মজুমদারের কনভয়। গ্রামবাসীদের দাবি, মুখ্যমন্ত্রীকে আসতে হবে এখানে। জলে ভাসছে মারোখানা, পান শিউলি, জগৎপুর, রাজহাটি, ধান্যঘোড়ি সহ একাধিক এলাকা। 'তৃণমূল নেতা ও মুখ্যমন্ত্রীকে খুঁজছেন গ্রামবাসীরা'। 'মুখ্যমন্ত্রীর জন্য হাতে চ্যালাকাঠ নিয়ে অপেক্ষা করছেন গ্রামবাসীরা'। 'তৃণমূল নেতার গাড়ি ভেবে আমাদের কনভয় আটকে ছিল'। 'রাজ্য পচা চাল দিচ্ছে গ্রামবাসীদের'। 'গ্রামবাসীদের পানীয় জল দিচ্ছে না রাজ্য'। বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। দুর্গত মানুষদের পাশে সুকান্ত মজুমদার