Weather News: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, কলকাতা -সহ দক্ষিণবঙ্গে শনি-রবি বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের। আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্বাভনা রয়েছে।

 

Saborni Mitra | Published : Jun 24, 2023 6:38 PM
110
শনি-রবি বৃষ্টি

শনিবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রবিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে।

210
বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলের মত কলকাতায়তেও শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

310
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়ছে দক্ষিণবঙ্গে।

410
ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে

হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তারপ্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে

510
হাওয়া অফিসের পূর্বাভাস

রবিবার পর্যন্ত দুই মেদিনীপুর, ২ ২৪ পরগনা, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

610
দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা

দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। তবে উত্তরবঙ্গের জন্য তেমন কোনও সতর্কতা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

710
উত্তরে বৃষ্টি

উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

810
কলকাতার আবহাওয়া

হাওয়া অফিসের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী শনিবার কলকাতার সর্বোচ্চ তাপনমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি

910
কলকাতায় বৃষ্টি

আগামী বুধবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

1010
বিলম্বিত বর্ষা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবার বর্ষা বিলম্বিত। দেরিতে এলেও এখনও তেমনভাবে বর্ষা শুরু হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বর্ষার মুষলধারা বৃষ্টির প্রতীকায় প্রহল গুণছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos