বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের। আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্বাভনা রয়েছে।
শনিবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রবিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলের মত কলকাতায়তেও শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়ছে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তারপ্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে
রবিবার পর্যন্ত দুই মেদিনীপুর, ২ ২৪ পরগনা, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। তবে উত্তরবঙ্গের জন্য তেমন কোনও সতর্কতা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী শনিবার কলকাতার সর্বোচ্চ তাপনমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি
আগামী বুধবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবার বর্ষা বিলম্বিত। দেরিতে এলেও এখনও তেমনভাবে বর্ষা শুরু হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বর্ষার মুষলধারা বৃষ্টির প্রতীকায় প্রহল গুণছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।