দিনভর অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়, বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ

হাওয়া তথ্য অনুযায়ী এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি ছেকে ৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।

 

দিনভর অস্বস্তিকর অবহাওয়ার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। সকাল থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার আকাশের মুখ ভার থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কলকাতার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাতে কতটা স্বস্তি পাওয়া যাবে তাই নিয়ে প্রশ্ন রয়েছে।

হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি ছেকে ৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে প্রবল। হাওয়া অফিসের পূবর্ভাস অনুযায়ী এদিন মালদা ও বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়িতে থাকবে রৌদ্রউজ্জ্বল দিন।

Latest Videos

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অন্যান্যবারের তুলনায় এবার সাত দিন দেরিতে ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে প্রবেশ করছে। গত বছর কেরলে বর্ষা শুরু হয়েছিল ২৯ মে। তবে হাওয়া অফিস এখনও মনে করছে রাজস্থান-সহ উত্তর পশ্চিম ভারত-সহ দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক বর্ষা হবে। হরিয়ানা আর পঞ্জাব ভারতে শস্য়ভাণ্ডার হিসেবে পরিচিত। তাই কৃষকদের এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের অনুমান চলতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৯৬ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। মাত্র ৪ শতাংশ ঘাটটি থাকছে- তেমন সমস্যার হতে না বলেও মনে করছে হাওয়া অফিস। আইএমডি আরও বলেছেন ভারতের বৃষ্টি নির্ভর অঞ্চলগুলিতে দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ৯৫-১০৬ শতাংশ বৃষ্টি স্বাভাবিক হিসেবে ধরা হয়। এই দেশে দীর্ঘ গড় বৃষ্টিপাতের হারও ৯৬ শতাংশ।

নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের উষ্ণতা শুরু হয়েছে। এল নিনো ঘটনার বিকাশের ৯০ শতাংশ সম্ভাবনা ছিল। যা ভারতের বৃষ্টিপাতকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছিল। যাইহোক সেইসব বাধা কাটিয়ে এবার ভারতে স্বাভাবিক হবে বর্ষা। কারণ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মৌসুমী বায়ু স্বাভাবিকভাবেই বিকাশ পাবে। এল নিনোর প্রভাব উপেক্ষা করতে পারবে। হাওয়া অফিস বলেছে, এটি এল নিনো ও ইতিবাচক আইওডি বছর। উত্তর ও পশ্চিম ভারতের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।

আরও পড়ুনঃ

Summer Diet: গরমে ডায়েটে যোগা করুন এই কয়টি ফলের শরবত, দ্রুত মিলবে উপকার

গরমেও আখরোট খুবই উপকারী, এই আবহাওয়ায় সুস্থ থাকতে জেনে নিন খাওয়ার সঠিক উপায়

Belly Fat: পেটে মেদ কমাতে ডায়েটে যোগ করুন মেথি- মৌরি জল, এক সপ্তাহে দেখবেন পরিবর্তন

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি