জানুয়ারিতে রেশনে অতিরিক্ত সামগ্রী বরাদ্দ, আপনিও কি এই তালিকায় আছেন?

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলির পাশাপাশি শহরাঞ্চলেরও অনেকে রেশন ডিলারের কাছ থেকে পাওয়া সামগ্রীর উপর নির্ভর করে থাকেন। সাধারণ মানুষের কথা ভেবেই এবার নতুন উদ্যোগ রাজ্য সরকারের।

নতুন বছরের প্রথম মাসেই রাজ্যের কয়েক কোটি মানুষের জন্য সুখবর দিল সরকার। রাজ্যের বাসিন্দাদের বিভিন্ন শ্রেণির রেশন কার্ড আছে। প্রত্যেকেই এবার রেশন ডিলারদের কাছ থেকে অতিরিক্ত সামগ্রী পাবেন। খাদ্য দফতরের তালিকা অনুযায়ী, রেশনে ৯ রকমের সামগ্রী দেওয়া হবে। যাঁরা আর্থিকভাবে দুর্বল, তাঁদের বিনামূল্যে বিভিন্ন সামগ্রী দেওয়া হবে। আবার যাঁরা আর্থিকভাবে দুর্বল নন অথচ রেশন কার্ড আছে, তাঁদের ন্যায্য মূল্যে অতিরিক্ত সামগ্রী দেওয়া হবে। রাজ্যের যে বাসিন্দারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, তাঁদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান উদ্দেশ্যে। এই কারণেই রেশনে অতিরিক্ত সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে রেশন ব্যবস্থায় দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে। রেশন ডিলাররা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম সামগ্রী দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগও পাওয়া গিয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন' চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার রেশনে অতিরিক্ত সামগ্রী দেওয়ার মাধ্যমে বছরের শুরুতেই মানুষকে স্বস্তি দিতে চাইছে রাজ্য সরকার।

কারা রেশন ডিলারদের কাছ থেকে কত পরিমাণে সামগ্রী পাবেন?

Latest Videos

খাদ্য দফতরের তালিকা অনুযায়ী, যাঁদের অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড আছে, তাঁরা ২১ কিলো চাল, ১৩,৩০০ কিলো আটা, ১ কিলো চিনি পাবেন। যাঁদের RKSY-1 এবং RKSY-2 শ্রেণির রেশন কার্ড আছে তাঁরা প্রতি কার্ডে যথাক্রমে ৫ কিলো এবং ২ কিলো করে চাল পাবেন। বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার শ্রেণির রেশন কার্ড যাঁদের আছে তাঁরা এ মাসে প্রতি কার্ডে ৩ কিলো চাল, ১,৯০০ কিলো আটা পাবেন। রাজ্যের বিশেষ অঞ্চল হিসেবে জঙ্গলমহল, পার্বত্য অঞ্চল, চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে। ফলে নতুন বছরের শুরুতেই এই অঞ্চলগুলির বাসিন্দারা বিশেষ সুবিধা পেতে চলেছেন। এতে বহু মানুষের আর্থিক সুরাহা হচ্ছে। এই কারণেই রাজ্য সরকার এরকম উদ্যোগ নিয়েছে।

রেশন ব্যবস্থায় দুর্নীতি দূর করার উদ্যোগ

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন ব্যবস্থায় দুর্নীতি, অব্যবস্থার অভিযোগ আসায় নড়েচড়ে বসেছে খাদ্য দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ব্যবস্থায় দুর্নীতি দূর করার জন্য কড়া বার্তা দিয়েছেন। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সব রেশন ডিলার গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী দিচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। রাজ্যের সব রেশন কার্ড থাকা ব্যক্তিই যাতে নির্দিষ্ট পরিমাণে সব সামগ্রী পেতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে অনলাইনে পরিষেবা চালু করা হয়েছে। রাজ্যের অনেক বাসিন্দাই এখনও রেশন কার্ড করাননি। ফলে তাঁরা রেশন ব্যবস্থার বাইরে থেকে গিয়েছেন। রাজ্যের এই বাসিন্দাদেরও রেশন ব্যবস্থার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানো যেতে পারে। প্রয়োজনে রেশন ডিলারের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। রেশন কার্ড হাতে পাওয়ার পর নিকটস্থ রেশন অফিস বা রেশন ডিলারের কাছে গিয়ে আধার নাম্বার দিয়ে যাচাই করে নিতে হবে। তারপরেই রেশন সামগ্রী পাওয়া যাবে। রাজ্যের সব বাসিন্দা অবশ্য রেশনে একই পরিমাণে সব সামগ্রী পান না। বিভিন্ন অঞ্চল, আর্থিক শ্রেণির ভিত্তিতে রেশন সামগ্রীর পরিমাণ ও ধরন আলাদা হয়। রেশন ডিলারের কাছে সেই তালিকা থাকে। এই তালিকা মিলিয়ে রেশন ডিলারের কাছ থেকে বিভিন্ন সামগ্রী নেওয়া যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এখন থেকে সপ্তাহে ৪ দিন বন্ধ রেশন দোকান, কীভাবে খাদ্যসামগ্রী পাবেন মানুষ?

বিনামূল্যে রেশন না দিয়ে কর্মসংস্থানে জোর দিন! রেশন নিয়ে কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

রেশন কার্ডে বড় পরিবর্তন! এই নয়া নিয়ম অবশ্যই প্রত্যেক কার্ড হোল্ডারদের জানা প্রয়োজন

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today