পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের পথে বাধা, স্বাভাবিকের চেয়ে ওপরেই রইল অধিকাংশ জেলার তাপমাত্রা

জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশিই রয়েছে। সকালে বা সন্ধ্যায় শিরশিরে ভাব থাকলেও বাকি দিনভর উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। 

নভেম্বরের প্রথমদিকে যেমন শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল, ভোরের দিকে অথবা সন্ধ্যার পর হালকা গরম জামা পরতে হচ্ছিল অনেককেই, সেই আবহাওয়ার রেশ প্রায় একেবারেই বোঝা যাচ্ছে না ডিসেম্বরের প্রথমে এসে। অথচ অগ্রহায়ণ মাসে এই সময় ঠাণ্ডা অনুভূত হওয়াটাই স্বাভাবিক। শীত আসছে কবে? বারবার প্রশ্ন বঙ্গবাসীর। এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বলছে, আজ সামান্য কমলেও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে রয়েছে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশিই রয়েছে। সকালে বা সন্ধ্যায় শিরশিরে ভাব থাকলেও বাকি দিনভর উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ।

শুক্রবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি থাকার কারণে কলকাতার আকাশে মেঘ দেখা যাবে। তবে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৮৪ শতাংশ।

Latest Videos

দক্ষিণবঙ্গে শীত উধাও হলেও উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ রয়েছে। আজ দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও আগামী দু-তিন দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। ফের শীতের আমেজ ফেরার সম্ভাবনা রয়েছে। আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। তবে, কিছু কিছু জেলায় আকাশ মেঘলা দেখা গেলেও আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। শুক্রবার সকালের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। রবিবার দক্ষিণ আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।

আগামী কয়েক দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে। কর্ণাটক, কেরল, তামিলনাডু সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পঞ্জাব ও হিমাচলপ্রদেশে। আজ এবং আগামিকাল প্রবল কুয়াশা হতে পারে এই দুই রাজ্য। উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে ভালোরকম কুয়াশা হতে পারে ওড়িশা রাজ্যেও। এ ছাড়া উত্তর প্রদেশের কিছু এলাকায় এবং অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী দু-তিন দিন কুয়াশার সতর্কতা রয়েছে।


আরও পড়ুন-
আগামী বছরের শুরুতেই জি ২০-র অতিথিরা আসছেন পশ্চিমবঙ্গে, মোদীর জরুরি বৈঠকে থাকছেন মমতা
ভদ্র স্বভাবের তমালই আসলে বাংলাদেশের জামাত জঙ্গি ম্যাক্সন? ঝুলন্ত দেহ উদ্ধারের পর হতবাক হরিদেবপুরের বাসিন্দারা
মৃতদেহকে কেটে টুকরো টুকরো করে লোপাটের চেষ্টা, দিল্লিতে বাবার কাটা মাথা হাতে নিয়ে ঘুরে বেরাচ্ছিল ছেলে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury