TET 2023: সুষ্ঠুভাবে সম্পন্ন হল ২০২৩ সালের টেট পরীক্ষা, নিয়োগ করা নিয়ে কী জানাচ্ছে পর্ষদ?

পরীক্ষার আগেই সামনে এসেছে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ। এই বিষয়টি বিস্তারিত তদন্তের ওপরেই ছাড়তে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২৪ ডিসেম্বর সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা। পরীক্ষার আগেই সামনে এসেছে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ। এই বিষয়টি বিস্তারিত তদন্তের ওপরেই ছাড়তে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হয়েছে যে, এরকম হওয়ার কথা নয়। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করা হবে । 

-

টেট পরীক্ষা (TET 2023) সুষ্ঠুভাবে হয়ে গেলেও শিক্ষক নিয়োগ কবে হবে? এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বলেছেন যে , যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তখনই নিয়োগ করা হবে ৷ সরকার শূন্যপদ দিলেই নিয়োগ শুরু হবে।

Latest Videos

তিনি জানিয়েছেন যে,, এবারের টেট পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২ লক্ষ ৭২ হাজার ৬৩৯ জন পরীক্ষা দিয়েছেন। অর্থাৎ ৮৮.২২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

-

প্রশ্নপত্র ভাইরাল হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রশ্নপত্র নিয়ে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার কোনও অভিযোগই আসেনি। কোনও লিখিত অভিযোগ আসেনি। আমরা আপনাদের থেকে শুনলাম, ১টার পর প্রশ্নপত্রের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে এসেছে। বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে এসবের মাধ্যমে। তবে, এইটুকুই বলতে পারি যে, আমরা ব্যবস্থা নেব। অভিযোগ তো অবশ্যই দেব। যা যা করার করব, এই নিয়ে তদন্ত করা হবে ৷’

-

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমরা কিছুদিনের মধ্যে মডেল উত্তরপত্র দেব৷ আমরা তারপর সময় দেয় পরীক্ষার্থীদের৷ তারা মতামত দেবে৷ আমাদের খুব বেশিদিন লাগবে রেজাল্ট বার করতে৷ আগের বার যেমন করেছিলাম, এ বারও সেভাবেই করার চেষ্টা করছি৷ তবে টেট একটি যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষা, বিজ্ঞপ্তি যখন বার হবে, তখন নিয়োগ হবে৷’

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর